'রাসমণি' থেকে 'কৃষ্ণকলি', বাংলা সিরিয়ালগুলির গল্প এই সপ্তাহে কোন দিকে মোড় নিচ্ছে
করুণাকে নিয়ে এমনিতেই চিন্তিত গোটা পরিবার। এমন সময়ে অকল্যান্ডের চিকিৎসকের পরিচর্যায় করুণা ধীরে ধীরে সুস্থ হতে থাকে। এদিকে, ধীরে ধীরে ঘনিষ্ঠ হতে শুরু করে মথুর ও করুণা। অন্যদিকে গঙ্গাস্নানে গিয়ে এক মহা বিপদের সম্মুখীন হন কৃষ্ণকান্ত আর নিস্তারিণী।

করুণাময়ী রানি রাসমণি
করুণাকে নিয়ে এমনিতেই চিন্তিত গোটা পরিবার। এমন সময়ে অকল্যান্ডের চিকিৎসকের পরিচর্যায় করুণা ধীরে ধীরে সুস্থ হতে থাকে। এদিকে, ধীরে ধীরে ঘনিষ্ঠ হতে শুরু করে মথুর ও করুণা। অন্যদিকে গঙ্গাস্নানে গিয়ে এক মহা বিপদের সম্মুখীন হন কৃষ্ণকান্ত আর নিস্তারিণী।
[আরও পড়ুন:'মথুরামোহন' গৌরব নিজেকে ফিট রাখতে কী কী করেন! মুখ খুললেন অভিনেতা]

জয়ী
সুকুমারকে নিয়ে রীতিমত সতর্ক হয়ে উঠেছে জয়ী।এবার সুকুমারকে উচিত শিক্ষা দিতে তৎপর জয়ী। জয়ী এবার জেসিকার ছদ্মবেশ কি ছাড়বে? উত্তর জানতে দেখতে হবে 'জয়ী'।
[আরও পড়ুন:প্রেম জমে ক্ষীর! অঙ্কুশ- ঐন্দ্রিলার নতুন পোস্টটির ছবি ঘিরে হইচই সোশ্যাল মিডিয়ায়]

কৃষ্ণকলি
এবার দ্বিরাগমনে যেতে চলেছে শ্যামা আর নিখিল। দাদামনির আশীর্বাদ নিয়েই তাঁরা এবার রওনা হবে। তবে নিখিল যাতে না যেতে পারে , তার জন্য এক নতুন ছলনার আশ্রয় নেয় সুজাতা। এরপর কোন দিকে এগোবে 'কৃষ্ণকলি'-র গল্প? উত্তর জানতে দেখতে থাকুন এই জনপ্রিয় সিরিয়াল।
[আরও পড়ুন:দেবের ফটোশ্যুটে কেমন 'হইচই' করলেন নায়িকারা! দেখুন ভিডিও]

সীমারেখা
কর্ণ কি নিতে পারবে 'গুহ রায় ম্যানসন'-এর দায়িত্ব? কর্ণর স্ত্রী হিসাবে বিন্দি এলে পরিবারের এক এক জন সদস্যের আসল রূপ বেরিয়ে পড়বে এই সপ্তাহেই। শেষমেশ সীমার সমর্থনে রেখা আসে কী না, সেটাই মূল আকর্ষণ এসপ্তাহের 'সীমারেখা' সিরিয়ালের।