লকডাউনের একঘেয়েমি কাটাতে পারে জমজমাট থ্রিলার 'পাতাল লোক'! দেখুন ট্রেলার
লকডাউনের জেরে সিনেমার থিয়েটারের দরজা বন্ধ থাকলেও ওয়েবের পর্দায় একের পর এক ব্লকবাস্টার সিরিজ জায়গা করে নিচ্ছে। কয়েকদিন আগেই দর্শক মন জয় করে নজর কেড়েছে 'মানি হায়েইস্ট','পঞ্চায়েত' । আর এবার সেরকমই একটি প্রতিশ্রুতি নিয়ে আসছে অ্যামাজন প্রাইমের 'পাতাল লোক'।

সেভাবে দেখতে গেলে কোনও নামী তারকা এই সিরিজে নেই। তবে জয়দীপ আলাহোয়াতের মতো গুণী শিল্পীরা রয়েছেন এই সিরিজে। মূল গল্প , তিনটি লোক নিয়ে। স্বর্গ লোক, মর্ত্য লোক আর পাতাল লোক, যার বাস্তবিক রূপ আমাদের আশপাশের কিছু চরিত্র নিয়ে ধরা দিয়েছে 'পাতাল লোক' সিরিজে।

গল্প মূলত একটি খুনের চেষ্টার অভিযোগ নিয়ে। সেই তদন্তে নেমে এক পুলিশ অফিসার খুনীদের সঙ্গে একাধিক ঘটনা পরম্পরার যোগসূত্র পেতে থাকেন। আসে উপর তলার চাপ। এমন পরিস্থিতিতে সেই পুলিশ কর্তা কোন লোককে বেছে নেবেন? এই প্রশ্নকে কৌতূহলে মুড়িয়েই আসছে 'পাতাল লোক'। আগামী ১৫ মে থেকে অ্যামাজন প্রাইম-এ দেখা যাবে এই সিরিজ।