For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বাংলা সিনেমার প্রদর্শনী বাধ্যতামূলক', মাল্টিপ্লেক্সগুলোকে নির্দেশ রাজ্য সরকারের

বাংলা ছবির দর্শক ও পরিচালকদের জন্য সুখবর । এবার থেকে প্রতিটি মাল্টিপ্লেক্সে প্রাইমটাইমে চালাতে হবে বাংলা ছবি, এমনই নির্দেশিকা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

  • |
Google Oneindia Bengali News

বাংলা ছবির দর্শক ও পরিচালকদের জন্য সুখবর । এবার থেকে প্রতিটি মাল্টিপ্লেক্সে প্রাইমটাইমে চালাতে হবে বাংলা ছবি, এমনই নির্দেশিকা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দফতরের এই নির্দেশিকায় খুশি বাংলার চলচ্চিত্র মহল।

মাল্টিপ্লেক্সে বাংলা ছবির প্রদর্শনী নিয়ে কড়া নির্দেশিকা মমতা-সরকারের

নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিটি সিনেমা হল ও মাল্টিপ্লেক্সগুলিতে প্রাইম শো-এর সময় অন্তত একটি স্ক্রিনে বাধ্যতামূলকভাবে চালাতে হবে বাংলা ছবি। যদিও সেই বাংলা ছবির শো-এর কী সময়সূচি থাকবে , তা নির্ভর করবে হল মালিকের ওপর। বেলা ১২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত এই প্রাইম শো ধার্য করা হয়েছে। বছরের ১২০ দিন নিয়ম করে রাজ্য সরকারের এই নির্দেশিকা অনুযায়ী শো চালাতে হবে মাল্টিপ্লেক্স ও সিনেমা হল-গুলিতে।

হলিউড বা বলিউডের বিগ বাজেট ছবির কাছে ক্রমেই মুখ থুবড়ে পড়ছিল বাংলা ছবির বাণিজ্য। বিশেষত মাল্টিপ্লেক্সে যেভাবে বলিউড ও হলিউড ছবির শো ক্রমেই বাড়ানো হচ্ছিল , তাতে দেওয়ালে পিঠ ঠেকতে শুরু করে বহু বাংলা ছবির। এরপরই রাজ্যসরকারের এই নির্দেশিকায় খানিকটা স্বস্তি ফিরেছে বাংলা ছবির প্রযোজক ও পরিচালকদের। একইরকম খুশি কলাকুশলী থেকে ছবির দর্শকরা।

English summary
WB Multiplexes will show bengali movies in prime time, orders mamata government.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X