For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাসে মৃত্যু হয়নি ওয়াজিদের, দাবি করলেন সলিম মার্চেন্ট

করোনা ভাইরাসে মৃত্যু হয়নি ওয়াজিদের, দাবি করলেন সলিম মার্চেন্ট

Google Oneindia Bengali News

বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক সাজিদ–ওয়াজিদ খান জুটির ওয়াজিদ খান সোমবার আচমকাই মারা গেলেন। সলমন খানের হিট ছবি দাবাং, ওয়ান্টেড ও এক থা টাইগারে সঙ্গীত পরিচালনা করেছিলেন এই জুটি। সোমবার মুম্বইয়ের হাসপাতালে মাত্র ৪২ বছর বয়সে তিনি মারা যান। তিনি কিডনির সংক্রমণে ভুগছিলেন বলে জানা গিয়েছে।

করোনা ভাইরাসে মৃত্যু হয়নি ওয়াজিদের, দাবি করলেন সলিম মার্চেন্ট


ওয়াজিদ খানের মৃত্যুর সঙ্গে সঙ্গে আরও একটি খবর বাজারে রটে তা হল তাঁর করোনা ভাইরাস ধরা পড়েছিল। এ প্রসঙ্গে গায়ক ও সঙ্গীত পরিচালক সলিম মার্চেন্ট জানিয়েছেন যে ওয়াজিদের করোনা ভাইরাস ছিল না এবং তিনি করোনায় ভুগে মারাও যাননি। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে সলিম বলেন, '‌আমরা সকলেই জানতাম যে তিনি অসুস্থ ছিলেন এবং তাঁর শারিরীক অবস্থাও ঠিক ছিল না কিন্তু তাও তাঁর আচমকা মৃত্যু মানা যাচ্ছে না। ওয়াজিদ কোভিড–১৯–এ মারা যায়নি। এটা ভুয়ো খবর রটছে সোমবার থেকে। তাঁর কিডনির সংক্রমণ বাজে অবস্থায় চলে গিয়েছিল। এছাড়াও তাঁর আরও শারীরিক সমস্যা ছিল যেমন তাঁর গলায় সমস্যা, তিনি ডায়বেটিকের রোগী ছিলেন। সবকিছু মিলিয়ে এত তাড়াতাড়ি তাঁকে চলে যেতে হল।’‌

সলিম আরও জানিয়েছেন যে গত বছর দাবাং ৩–এর মিউজিকের কাজ করার সময় ওয়াজিদ প্রচুর পরিশ্রম করেছিলেন, যা অবশেষে তার স্বাস্থ্যের ক্ষতি করে এবং কিডনিতে সংক্রমণের কারণ হয়। এর পাশাপাশি ইনস্টাগ্রামে সলিম শ্রদ্ধা জ্ঞাপন করেন ওয়াজিদ খানকে। সোমবার তাঁর মৃত্যুর খবর শুনে শোকের ছায়া নামে বলিউডের সঙ্গীত মহলে।

পরিবর্তন থেকে পরিবর্ত! মমতার আশা পূর্ণ হবে, বললেন অমিত শাহপরিবর্তন থেকে পরিবর্ত! মমতার আশা পূর্ণ হবে, বললেন অমিত শাহ

English summary
Singer and music director Salim Merchant said that Wajid did not have the corona virus and did not die of corona.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X