'প্রাক্তন' প্রেমিকা অ্যাশকে নিয়ে কি আজও অভিমানী বিবেক! 'এক্সিট পোল' নিয়ে বিতর্কিত পোস্ট নায়কের
তখন সবেমাত্র সলমনের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে ঐশ্বর্যর। দীর্ঘ মান , অভিমান, মন কাষকষির পর সলমনের সঙ্গে ব্রেক আপার কথা জনসমক্ষে বলতে শুরু করেন অ্যাশ। এরপরই ঐশ্বর্যর সঙ্গে ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে তৎকালীন বলিউডের 'পিন আপ বয়' বিবেক ওবেরয়ের। শোনা যায় তাঁদের সম্পর্ক ঘিরে কানাঘুষোও। এরপর সেই সম্পর্কও বহু জটিলতার পর বিচ্ছেদের রাস্তায় চলে যায়। অ্যাশের জীবনে জায়গা করে নেন অভিষেক।

বিভিন্ন সময়ে ঐশ্বর্যর সঙ্গী বদলের এই ঘটনা নিয়ে একটি মিম প্রকাশ্যে আসে। যেখানে 'এক্সিট পোল' এর সঙ্গে তুলনা করা হয়েছে ঐশ্বর্যর জীবনে সঙ্গীদের 'এন্ট্রি' আর 'এক্সিট'। দেখানো হয়েছে সলমন ঐশ্বর্যর সম্পর্ক টা খানিকটা ভটের ওপিনিয়ন পোল-এর মতো। বিবেকের সঙ্গে সম্পর্কটা এক্সিট পোল-এর মতো। আর অভিষেকের সঙ্গে সম্পর্কটাই নির্বাচনের আসল ফলাফল। ফলে যা মনে করা হয় বাইরে থেকে,তা সবসময় ঘটে না। এটা যেমন ভোটের ফলাফলের নিয়ম, তেমনই জীবনের ফলাফলেরও নিয়ম। এমনই দাবি করে পোস্টটি শেয়ার করেন বিবেক।
প্রসঙ্গত, ঐশ্বর্য এখন বচ্চন বংশের বধূই শুধু নন, তিনি এদেশের একজন নামী অভিনেত্রী। তাঁকে নিয়ে এমন সোশ্যাল মিডিয়া মিম একজন স্বনামধন্য অভিনেতা হয়ে বিবেক ওবেরয় কীভাবে পোস্ট করতে পারেন, তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। প্রেমকে কেন্দ্র করে ব্যক্তিগত অনুযোগ থাকতেই পারে , তাবলে সেটা নিয়ে কটাক্ষের মিম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একজন মহিলাকে অপদস্ত করা ঘিরে চাগাড় দিয়েছে বিভিন্ন প্রশ্ন।