এই স্বপ্নসুন্দর জায়গাতেই চার হাত এক হচ্ছে 'বিরুষ্কা'র, দেখেনিন কিছু তাক লাগানো ছবি
তাঁদের বিয়ের খবর নিয়ে এখনও সকলকে ধোঁয়শায় রেখেছেন বিরাট অনুষ্কা। তবে এরইমধ্য়ে ফাঁস হয়ে গেল তাঁদের বিয়ের ডেস্টিনেশনের ছবি। একনজরে দেখে নেওয়া যাক কোথায় বিয়ে হবে বিরুষ্কার।

'রব নে বনা দি জোড়ি'
বিরাট কোহলি আর অনুষ্কা শর্মার বিয়ে নিয়ে জল্পনা অনেকদিন ধরেই ছিল। জল্পনাকে উস্কে ইতালির জন্য় রওনাও হয়ে যায় বর কনে দুপক্ষই। আর ঐএবার শুধু অপেক্ষা বিয়ের দিনের। ইতালিতে তাঁদের গ্র্যান্ড ওয়েডিং এর অপেক্ষায় এখন গোটা দেশ।

ইতালিয়ান বিয়ে
ডেস্টিনেশন ম্যারেজের ইচ্ছে ছিল অনুষ্কার । আর মনের মানুষের সেই ইচ্ছে পূরণ করে দিলেন বিরাট। ইতালির তাসক্যানিতে বিয়ে হতে চলেছে বিরাট-অনুষ্কার। এমনই খবর সূত্রের।

দুর্গে ঘেরা বিবাহ বাসর
প্রত্যেক মানুষেরই বিয়ে নিয়ে কিছু স্বপ্ন থাকে। সেরকমই বিয়ের স্বপ্নকে আরও রাজকীয় করে তুলতে দুর্গ ঘেরা এক জায়গায় বিয়ের আসর বসতে চলেছে এই হাইক্লাস সেলেব্রিটির।

স্বপ্নসুন্দর বিয়ে
শুধু রাজকীয় দুর্গ নয়, যে জায়গায় বিরাট অনুষ্কার বিয়ে হচ্ছে তার চারপাশে রয়েছে মনোরম ভাইনইয়ার্ড। ফলে সমস্তরকম ভাবেই এই বিয়ে স্বপ্নসুন্দর।

দৃষ্টি নন্দন পরিবেশ
শোনা যাচ্ছে, বিরুষ্কার বিয়েতে আমন্ত্রিতদের মধ্যে থাকছেন শাহরুখ খান থেকে সচিন তেন্ডুলকার। ফলে অভ্যাগতদের এক মনোরম পরিবেশ উপহার দিতে চলেছে এই বিয়ে।

রয়েছে জিমের ব্যবস্থা
বিরুষ্কার বিয়েতে যাঁরা আসতে চলেছেন, তথা বর ও কনে দুপক্ষের সকল সদস্যদের জন্য জিমেরও ব্যবস্থাো রাখা হয়েছে বলে খবর।

কিছু অন্য আয়োজন
শুধু ইতালির প্রকৃতি নয়, বরং বিয়ের সঙ্গে সঙ্গে সেই প্রকৃতিকে উপভোগ করার জন্য থাকছে বেশ কিছু স্পোর্টিং ইভেন্টও।

বিবাহ বাসরে যাওয়ার রাস্তা
এই রাস্তা দিয়েই বিবাহ বাসরে যাবেন অভ্যাগতরা। শহর থেকে দূরে এই নিঃস্তব্ধ পরিবশেই বিয়ে হতে চলেছে বিরাট অনুষ্কার।