(ছবি) 'ভগ বিউটি অ্যাওয়ার্ডস' মাতালেন বিরাট-অনুষ্কা ও অন্যান্যরা
'ভগ বিউটি অ্যাওয়ার্ডস ২০১৫' অনুষ্ঠান বলিউড সেলেবসরা চুটিয়ে উপভোগ করলেও একটি জুটিই লাইম লাইটের সব আলো কেড়ে নিয়েছে। তাঁরা হলেন ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি ও অভিনেত্রী অনুষ্কা শর্মা। [কান চলচ্চিত্র উৎসবে পোশাক বিভ্রাটের কবলে তারকারা]
ভগের অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে বলিউডে নবাগতা আথিয়া শেট্টি, নিমরত কৌর, রানি মুখোপাধ্যায়, এলভিন শর্মা, কিয়ারা আদবানি, সোফি চৌধুরী প্রভৃতি সেলেবস উপস্থিত ছিলেন। কিন্তু তা সত্ত্বেও লাইমলাইটের সব আলো শুষে নিল বিরাট-অনুষ্কা জুটি। [দেখে নিন কে কীভাবে কানের রেড কার্পেটে ঝড় তুললেন]
এদিনের অনুষ্ঠানে 'এজলেস বিউটি' পুরষ্কার পেলেন রানি মুখোপাধ্যায়। অনুষ্কা শর্মা পেলেন 'বিউটি অব দ্য ইয়ার'-এর পুরষ্কার। 'মোস্ট বিউটিফুল ম্যান' হলেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান ও 'ফ্রেস ফেস'-এর পুরষ্কার জিতে নিলেন আথিয়া শেট্টি। নিচের স্লাইডে দেখে নিন, সেলেবসরা কীভাবে ভগ-এর রেড কার্পেট মাতালেন।

বিরাট-অনুষ্কা
'ভগ বিউটি অ্যাওয়ার্ডস ২০১৫'-র সেরা আকর্ষণ ছিল বিরুষ্কা জুটি।

আথিয়া শেট্টি
অভিনেতা সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টি সলমন খানের আগামী সিনেমা 'হিরো'-তে একসঙ্গে অভিনয় করেছেন।

রানি মুখোপাধ্যায়
ভগের অনুষ্ঠানে 'এজলেস বিউটি' পুরষ্কার পেলেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়।

নেহা ধুপিয়া
নীল গাউনে বক্ষ বিভাজিকা দেখিয়ে রেড কার্পেটে লাইমলাইটের আলো শুষলেন অভিনেত্রী নেহা ধুপিয়া।

এলভিন শর্মা
অভিনেত্রী এলভিন শর্মাও হাজির ছিলেন 'ভগ বিউটি অ্যাওয়ার্ডস ২০১৫'-র অনুষ্ঠানে।

সোফি চৌধুরী
অভিনেত্রী সোফি চৌধুরীও ভগের রেড কার্পেট মাতালেন নিজস্ব স্টাইলে।

নিমরত কৌর
বলিউডে নবাগতাদের একজন নিমরত কৌরও সবুজ গাউনে হাজির ছিলেন ভগের অনুষ্ঠানে।

তারা শর্মা
বহুদিন অভিনেত্রী তারা শর্মাকে বলিউডে অভিনয় করতে দেখা না গেলেও ভগের অনুষ্ঠানে তিনি ছিলেন স্বপ্রতিভ।

কিয়াকা আদবানি
বলিউডের নবাগতা অভিনেত্রী কিয়ারাও ভগের রেড কার্পেট লুকে ছিলেন ঝকঝকে।

স্বরা ভাস্কর
'তনু ওয়েডস মনু' খ্যাত অভিনেত্রী স্বরা ভাস্করের অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের লুকও ছিল অন্যদের চেয়ে খানিকটা ভিন্ন ও স্টাইলিশ।