For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌হিংসা সমস্যার সমাধান নয়, সিএএ নিয়ে টুইট রজনীকান্তের

‌হিংসা সমস্যার সমাধান নয়, সিএএ নিয়ে টুইট রজনীকান্তের

Google Oneindia Bengali News

সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সকলেই সোচ্চার হয়েছেন। সাধারণ নাগরিক থেকে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষই এ বিষয়ে তাঁদের মতামত ব্যক্ত করেছেন। এবার সিএএ নিয়ে নীরবতা ভাঙলেন তামিল সুপারস্টার রজনীকান্ত। বৃহস্পতিবার গভীর রাতে তিনি নাগরিকত্ব আইন ও দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করে টুইট করেন।

‌হিংসা সমস্যার সমাধান নয়, সিএএ নিয়ে টুইট রজনীকান্তের


যদিও রজনীকান্ত আদৌও সিএএ ও এনআরসিকে সমর্থন করছেন কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি, তিনি টুইট করে বলেন, '‌হিংসা কোনওদিনও সমস্যার সমাধান হতে পারে না।’‌ রজনীকান্ত তাঁর টুইটে বলেন, '‌ভারেতর নাগরিকদের ঐক্যবদ্ধ হতে হবে এবং দেশের সুরক্ষা ও বিকাশের বিষয়ে অবগত হতে হবে। দেশজুড়ে যে হিংসা চলছে তাতে আমি গভীরভাবে দুঃখ প্রকাশ করছি।’‌ তাঁর টুইটের কিছুক্ষণের মধ্যেই দু’‌টি আলাদা হ্যাশট্যাগ তৈরি হয়ে যায়। মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় নেটিজেনদের মধ্যে। একদিকে রজনীকান্তের পক্ষে দাঁড়িয়ে অনেকে হ্যাশট্যাগ তৈরি করেন তো অনেকে আবার বিপক্ষেও হ্যাশট্যাগ বানান। রজনীকান্তের মন্তব্যের বিরোধীতা করেন ডিএমকের যুব নেতা ও সম্পাদক তথা তামিল অভিনেতা উদয়ানিধি স্টালিন। সিএএ বিরুদ্ধে ২৩ ডিসেম্বর ডাকা ডিএমকের প্রতিবাদ মিছিলে সকলকে যোগ দেওয়ার জন্য আহ্বান করেন তিনি। স্টালিন তাঁর টুইটে বলেন, '‌আমি মানুষের কাছে আবেদন করব যে ডিএমকের সিএএ–বিরোধী মিছিলে যোগ দিন, যার নেতৃত্বে থাকবেন দলের সভাপতি এমকে স্টালিন। বিভিন্ন জায়গায় বিক্ষোভ–প্রতিবাদ হচ্ছে তাই প্রবীণ নাগরিকরা বাড়িতেই যেন সুরক্ষিত থাকেন, বাইরে না বেড়নোই ভাল।’‌

রজনীকান্তের সহকর্মী তথা মক্কল নিধি মায়াম (‌এমএনএম)‌ সভাপতি কমল হাসান সিএএ নিয়ে কড়া বিরোধিতা করেন। কমল হাসান সিএএ–এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন এবং ঘোষণা করেন যে ডিএমকের সিএএ–বিরুদ্ধ প্রতিবাদে তিনি সামিল হবেন। নাগরিকত্ব আইনের প্রভাব পড়েছে কেরল ও কর্নাটকেও। সেখানেও বিক্ষোভকারীরা অশান্তির সৃষ্টি করছে।

নাগরিকত্ব আইনের প্রতিবাদ চলাকালীন হাওড়ায় বহিরাগতরাই অশান্তি ছড়িয়েছে, দাবি পুলিশের নাগরিকত্ব আইনের প্রতিবাদ চলাকালীন হাওড়ায় বহিরাগতরাই অশান্তি ছড়িয়েছে, দাবি পুলিশের

English summary
Rajinikanth’s industry mate and Makkal Needhi Maiam (MNM) president Kamal Haasan has been stringently objecting citizenship act.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X