For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধর্ষণের অভিযোগ কেবল স্বার্থসিদ্ধির জন্য! অলোক নাথ মামলায় নয়া মোড়

বলিউড একটা সময় 'মিটু আন্দোলন'-এর ঝড় দেখেছে। নানা পাটেকরের বিরুদ্ধে য়ৌন হেনস্থার অভিযোগ নিয়ে ফের একবার তনুশ্রী দত্ত সরব হতেই তা নিয়ে শুরু হয়ে যায় সমালোচনার ঝড়।

  • |
Google Oneindia Bengali News

বলিউড একটা সময় 'মিটু আন্দোলন'-এর ঝড় দেখেছে। নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে ফের একবার তনুশ্রী দত্ত সরব হতেই শুরু হয়ে যায় সমালোচনার ঝড়। যৌন হেনস্থা নিয়ে একে একে বিভিন্ন সেলিব্রিটি মুখ খুলতে থাকেন। সেই সময় অলোক নাথের বিরুদ্ধেও ধর্ষণর অভিযোগ তোলেন পরিচালক বিনীতা নন্দা। সেই মামলায় আলোক নাথকে আগাম জামিনে মুক্ত করা হয়। তবে এই গোটা পর্ব থেকে উঠে আসে একাধিক তথ্য।

আদালত কী জানিয়েছে?

আদালত কী জানিয়েছে?


মুম্বইয়ের এক সেশন কোর্ট চলছিল অলোক নাথের বিরুদ্ধে দায়ের হওয়া ধর্ষণ মামলায় আগাম জামিনের শুনানি। সেই সময় অভিযোগকারী বিনীতা নন্দার বিরুদ্ধেই কার্যত রায় দেয় আদালত। আদালত জানিয়েছে, স্বার্থসিদ্ধির জন্য আলোক নাথের বিরুদ্ধে বিনীতা নন্দা ধর্ষণের অভিযোগ এনেছেন।

 বিনীতে সম্পর্কে আদালত

বিনীতে সম্পর্কে আদালত

আদালতের প্রশ্ন ঘটনা ঘটবার পর পরই কেন বিনীতা পুলিশকে এই বিষয়ে কিছু জানাননি? ফলে আদালতের ধারণা অলোক নাথকে 'সম্ভবত' ফাঁসানোর জন্যঅ এমন অভিযোগ এতদিন বাদে এসে করছেন বিনীতা নন্দা। পাশাপাশি আদালত জানিয়েছে, কোনও রেকর্ড থেকেই স্পষ্ট নয় যে বিনীতাকে হুমকি দিয়েছিলেন অলোক নাথ।

ঘটনা সম্পর্কে তথ্য

ঘটনা সম্পর্কে তথ্য

বিনীতার দাবি ছিল ১৯ বছর আগে তাঁকে ধর্ষণ করেন বিখ্যাত অভিনেতা অলোক নাথ।সেই অভিযোগ বিনীতা পুলিশের কাছে ২০১৮ সালে জানাতেই , অলোক নাথের বিরুদ্ধে আরও বেশ কয়েকজন অভিনেত্রী মুখ খোলেন। সন্ধ্যা মৃদুল থেকে শুরু করে একাধিক অভিনেত্রীর দাবি করেন অলোক নাথের চরিত্রগত কিছু সমস্যা আছে।

ঘটনার তারিখ , দিন নিয়ে জটিলতা!

ঘটনার তারিখ , দিন নিয়ে জটিলতা!

আদালত যখন বিনীতাকে ঘটনার তারিখ ও দিন নিয়ে প্রশ্ন করেন, তখন তার সঠিক কোনও জবাব দিতে পারেননি বিনীতা নন্দা। আর সেই নিয়েই তিনি এই আইনি মামলায় কার্যত বিপাকে পড়ে গিয়েছেন। ফলে সহজেই আগাম জামিন পেয়ে যান অভিনেতা আলোক নাথ।

English summary
In an order that could hit the #MeToo campaign in its face, the Mumbai sessions court has granted anticipatory bail to actor Alok Nath. While announcing the bail, the court observed that Vinta Nanda "did not lodge the report immediately after the alleged incident for her own benefit". The court has also observed that "possibility cannot be ruled out that the applicant has been falsely accused in the crime".
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X