For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি মন্ত্রীর নৈশভোজে বিদ্যা হাজির না হতেই বন্ধ ফিল্মের শ্যুটিং! জল্পনা শুরু 'শেরনি' ঘিরে

  • |
Google Oneindia Bengali News

নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়েছিল অভিনেত্রী বিদ্যা বালানকে। আর মধ্যপ্রদেশে বিজেপির শিবরাদ সরকারের মন্ত্রীর সেই আমন্ত্রণ ফিরিয়ে দেন বলিউডের তামাম অভিনেত্রী বিদ্যা বালান। এরপরই মধ্যপ্রদেশে ঘটে যায় বড় ঘটনা।

 বিদ্যা ও আমন্ত্রণ

বিদ্যা ও আমন্ত্রণ

জানা যায় , তাঁর আসন্ন সিনেমা 'শেরনি'র শ্যুটিং এ মধ্যপ্রদেশে যান অভিনেত্রী বিদ্যা বালান। সেখানে তিনি যেতেই রাজ্যের বনমন্ত্রী বিজয় শাহ আমন্ত্রণ জানান। নৈশভোজ বা মধ্যাহ্নভোজ যেকোনও সময় অভিনেত্রীর সুবিধা মতো আসার আমন্ত্রণ যায় অভিনেত্রীর কাছে। তবে সেই আমন্ত্রণ ফিরিয়ে দেন বিদ্যা।

বন্ধ শ্য়ুটিং

বন্ধ শ্য়ুটিং

এরপরই পরিস্থিতি পাল্টাতে থাকে। জানা যায়, বিদ্যার ছবির টিম এরপর মধ্যপ্রদেশের এক জঙ্গলে শ্যুটিং করতে গেলে তাঁদের বাধা দেওয়া হয়। সেখানে শ্যুটিংই করতে দেওয়া হয়নি।

 কোন মর্মে আটকানো হয় শ্যুটিং টিমকে!

কোন মর্মে আটকানো হয় শ্যুটিং টিমকে!

জানা যায়, মধ্যপ্রদেশের বালাঘাটে বিদ্যার ফিল্ম 'শেরনি'র শ্যুটিংয়র সদস্যরা ঢুকতে গেলে সেখানের বনদফতর থেকে ডিএফও জানিয়ে দেন কেবলমাত্র দুটি গাড়িই জঙ্গলে যেতে পারবে। ফলে আটকে যায় শ্যুটিংয়ের বাকি গাড়ি। স্তব্ধ হয় শ্যুটিং।

 নিশানায় থাকা মন্ত্রীর দাবি

নিশানায় থাকা মন্ত্রীর দাবি

এদিকে, মধ্যপ্রদেশের মন্ত্রীর দাবি, তাঁর আমন্ত্রণ বিদ্যা নস্যাৎ করেননি। বরং তিনিই আমন্ত্রণ নস্যাৎ করেন। পাশাপাশি বিজয় শাহের দাবি, ভোজ বাতিল হয়েছে, তবে শ্যুটিং বাতিল হয়নি।

<strong>চন্দ্রগ্রহণ ৩০ নভেম্বর: রাশিফলে কোন প্রভাব ফেলতে চলেছে এই মহাজাগতিক ঘটনা </strong>চন্দ্রগ্রহণ ৩০ নভেম্বর: রাশিফলে কোন প্রভাব ফেলতে চলেছে এই মহাজাগতিক ঘটনা

English summary
Vidya Balan's shooting stopped after she refused MP minister's Dinner invite
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X