For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌কাশ্মীরি পণ্ডিতদের বিতাড়িত হওয়ার কাহিনী নিয়ে আসছে বিধু বিনোদ চোপড়ার ‘‌শিকারা’‌

‌কাশ্মীরি পণ্ডিতদের বিতাড়িত হওয়ার কাহিনী নিয়ে আসছে বিধু বিনোদ চোপড়ার ‘‌শিকারা’‌

Google Oneindia Bengali News

বহু প্রতীক্ষিত বিধু বিনোদ চোপড়ার '‌শিকারা’‌র ট্রেলার মুক্তি পেল। এই ছবির মধ্য দিয়েই দু’‌টি নতুন মুখের সঙ্গে পরিচিত হতে চলেছে বলিউড। তাঁরা হলেন সাদিয়া ও আদিল খান। এই ছবিতে দেখানো হবে ১৯৯০ সালে কাশ্মীর থেকে প্রায় চার লক্ষ কাশ্মীরি পণ্ডিতদের গণ বিতাড়িত করা হয়েছিল।

‌কাশ্মীরি পণ্ডিতদের বিতাড়িত হওয়ার কাহিনী নিয়ে আসছে বিধু বিনোদ চোপড়ার ‘‌শিকারা’‌


ট্রেলারের প্রথমে দেখানো হয়েছে এক তরুণ দম্পতিকে, শান্তি ধর ও শিব কুমার ধর, তাঁরা তাঁদের ঘরে বসে রয়েছেন। সেই সময় তাঁরা তাঁদের বাড়ির জানলা দিয়ে দেখতে পান একটি বাড়ি জ্বলছে। এরপরই দেখা যায় কিভাবে কাশ্মীরি পণ্ডিতদের উপত্যকা ছাড়তে বাধ্য করা হয়। ছবির ট্রেলার নতুনদের অভিনয় চোখে পড়ার মত ছিল। নিজের দেশেই কিভাবে তাঁরা শরণার্থী হয়ে গেলেন, সেটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন দুই নবাগত–নবাগতা। ৭ ফেব্রুয়ারি এই ছবিটি মুক্তি পাবে।

'‌শিকারা’‌ ছবির অধিকাংশটাই শুটিং হয়েছে কাশ্মীরে। ছবিটি এমন একটি প্রেমের গল্প হিসাবে প্রচার করা হচ্ছে যা ৩০ বছরের নির্বাসনের পরেও অব্যক্ত থাকে না। প্রসঙ্গত ১৯৯০ সালে চার লক্ষেরও বেশি কাশ্মীরি পণ্ডিতকে জোর করে তাঁদের বাড়ি ছাড়তে বাদ্য করা হয়েছিল। সম্প্রতি ছবির পরিচালক ছবির পোস্টার প্রকাশ করে টুইটে লেখেন, '‌তিরিশ বছর পরও, আমাদের গল্প বলে যাবে.‌.‌.‌.‌.‌সবচেয়ে খারাপ সময়ের নিরন্তর প্রেম কাহিনী।’‌ প্রসঙ্গত, কাশ্মীর থেকে ৩৭০ ধারা উঠিয়ে নেওয়ার ছ’‌মাস পর '‌শিকারা’‌ ছবিটি মুক্তি পাবে।

English summary
vidhu binod chopras shikara brings the story of the mass exodus of kashmiri pandits
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X