India
  • search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আবহে মার্চ মাস থেকে শুটিং শুরু ভিকি কৌশল অভিনীত ‘‌শ্যাম বাহাদুর’‌–এর

Google Oneindia Bengali News

দেশ ভিত্তিক যে কোনও বলিউড সিনেমার জন্য নির্মাতাদের পছন্দের তালিকায় প্রথম স্থানে রয়েছেন ভিকি কৌশল। গত বছর সর্দার ভিকির সর্দার উধম সিং বক্স অফিসে দারুণভাবে সাড়া ফেলেছিল। তবে এখানেই শেষ নয়, ভিকির ঝুলিতে রয়েছে আরও নতুন ছবির সম্ভার। উরি:‌ দ্য সার্জিকাল স্ট্রাইকের অভিনেতা নতুন চরিত্র নিয়ে নতুনভাবে এই বছর আসতে চলেছেন। ঠিকই ধরেছেন, কথা হচ্ছে ভিকি কৌশলের আসন্ন ছবি শ্যাম বাহাদুর নিয়ে।

করোনা আবহে মার্চ মাস থেকে শুটিং শুরু ভিকি কৌশল অভিনীত ‘‌শ্যাম বাহাদুর’‌–এর

ভারতীয় সেনার প্রথম ফিল্ড মার্শাল শ্যাম মানেকশ–এর জীবনী নিয়েই তৈরি হচ্ছে এই সিনেমাটি। গত বছর এই ছবিতে তাঁর লুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন ভিকি কৌশল। শোনা যাচ্ছে যে খুব শীঘ্রই এই ছবির শুটিং শুরু হতে চলেছে। প্রসঙ্গত, বিনোদন জগতের ওপর এই মাসে কোভিড–১৯ কেসগুলির প্রভাব ব্যাপকভাবে পড়েছে যার কারণে বহু সিনেমার শুটিং পিছিয়ে দিতে হয়েছে। কিছু নির্মাতা এই কোভিডের মধ্যেই শুটিং শুরু করতে চাইছেন আবার কিছুজন অপেক্ষা করতে চাইছেন আরও ক’‌টা দিন। এই প্রজেক্টের মধ্যেই রয়েছে ভিকির শ্যাম বাহাদুর।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে যে এ বছরের মার্চ মাস থেকেই শ্যাম বাহাদুর ছবির শুটিং শুরু হয়ে যাবে। শ্যাম মানেকশ–এর স্ত্রীয়ের ভূমিকায় দেখা যাবে সানিয়া মালহোত্রাকে। এই সিনেমায় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করবেন ফতিমা সানা। গত বছর ৩ এপ্রিল শ্যাম মানেকশ–এর জন্ম বার্ষিকী উপলক্ষ্যে এই ছবির ঘোষণা করে ভিকি বলেছিলেন, '‌আমি আমার অভিভাবকের কাছ থেকে সবসময় শ্যাম বাহাদুরের কথা শুনে এসেছি। যিনি পাঞ্জাবের বাসিন্দা ছিলেন এবং তিনি ১৯৭১ সালের যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আমার কাছে এই ছবির অন্য এক গুরুত্ব রয়েছে। নিজেকে ধন্য মনে করছি এই চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে।’‌

শ্যাম বাহাদুরের পাশাপাশি নিতেশ তিওয়ারি পরিচালিত বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর ও কার্তিক আরিয়ানের একটি প্রজেক্টের শুটিংও মার্চ থেকে শুরু হবে। যদিও এই সিনেমার নাম এখনও ঠিক হয়নি। বর্তমানে ভিকি কৌশল ব্যস্ত রয়েছেন সারা আলি খানের সঙ্গে লক্ষ্মণ উতেকরের আগামী ছবির শুটিং নিয়ে। ভিকি ও সারার এটাই একসঙ্গে প্রথম সিনেমা।

English summary
vicky kaushal to start shooting for sam bahadur from march
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X