For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বলুন তো ইনি কে !ভারতীয় সেনার প্রথম 'ফিল্ড মার্শাল' মানেকশর ভূমিকায় বলি-তারকা

বলিউড যেন তাঁর পছন্দের ২২ গজ। আর তাতে ইচ্ছেমতো প্রতিবার ৬- ৪ হাঁকানোটা যেন তাঁর নেশা হয়ে গিয়েছে! বর্তমানে তাঁর গুণমুদ্ধরা এভাবেই বর্ণনা করছেন ভিকি কৌশলকে।

  • |
Google Oneindia Bengali News

বলিউড যেন তাঁর পছন্দের ২২ গজ। আর তাতে ইচ্ছেমতো প্রতিবার ৬- ৪ হাঁকানোটা যেন তাঁর নেশা হয়ে গিয়েছে! বর্তমানে তাঁর গুণমুদ্ধরা এভাবেই বর্ণনা করছেন ভিকি কৌশলকে। যে সমস্ত ফিল্ম তিনি ছুঁয়েছেন, সেই সমস্ত ফিল্মকে কার্যত ' সোনা' করে ছেড়েছেন ভিকি। এককথায় স্ট্রাইক রেট ১০০ ছুঁই ছুঁই! 'উরি'র অভূতপূর্ব সাফল্যের পর এবার ভিকিকে দেখা যাবে দেশের প্রথম' ফিল্ড মার্শাল ' মানেকশর ভূমিকায়।

চিনতে পারছেন এনাকে! এবার দেশের প্রথম ফিল্ড মার্শাল মানেকশর ভূমিকায় তারকা

এবার চতুর্থবারের জন্য হাতে হাত মিলিয়ে নতুন প্রজেক্ট-এ নামছেন ভিকি কৌশল ও রনি স্ক্রিউওয়ালা। এবার তাঁদের ছবি দেশের প্রথম ফিল্ড মার্শাল মানেকশনর বায়োগ্রাফি। আর সেই ছবিতেই তাক লাগানো ভিকির প্রথম লুক প্রকাশ্যে এলো। ভিকির এই লুকে সাফ দেখা যাচ্ছে , মোটা গোঁফ আর নীল চোখের নতুন সংযোজন ভিকির মুখে। আর ছবির ফার্স্টলুক প্রকাশ্যে এনেই ভিকির দাবি, এমন এক চরিত্র অভিনয় করতে পেরে তিনি গর্বিত।


স্যাম মানেকশর জন্ম অমৃতসরে। ১৯১৪ সালের ২ এপ্রিল তিনি জন্মগ্রহণ করেন। পরবর্তীকালে ভারতীয় সেনার প্রথম ফিল্ড মার্শাল এই হিসাবে যোগ দেন এই বীর সেনানী। ১৯৪২ সালে জাপানের সঙ্গে যুদ্ধের সময় তিনি পোস্টেড ছিলেন বার্মায়। সেখানে তাংর সারা শরীর ঝাঁঝরা করে দেয় ৯ টি বুলেট। এরপর থেকেই শুরু হয় তাঁর জয়যাত্রা। ১৯৭১ সালের পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ভারতের জয়ের নেপথ্য নায়ক হিসাবে পরিচিত পান মানেকশ। আর সেই জয়ের সফরই এবার বলিউড দেখতে চলেছে ৭০ এমএম -এর ক্যামেরায়।

English summary
Vicky Kaushal's First Look As Field Marshal Sam Maneckshaw, see the picture .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X