For Quick Alerts
For Daily Alerts
'মাদক সেবন' বিতর্ক ঘিরে মুখ খুললেন ভিকি! কী ঘটে গিয়েছিল সেই রাতে জানিয়ে দিলেন
কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন পরিচালক করণ জোহর। সেই ভিডিওতে দেখা যায়, ভিকি কৌশল সহ একাধিক বলিউড তারকা একজোটে বসে আড্ডার মেজাজে রয়েছেন। আর সেই ভিডিও ঘিরেই বিতর্ক ওঠে যে ভিকিরা সেই রাতে মাদক সেবন করছিলেন।

মেদব সেবন বিতর্ক ঘিরে এবার মুখ খুললেন ভিকি। তিনি বলেন, করণ সেদিন তাঁদের ডেকেছিলেন নিজের বাড়িতে। ভিকি বলেন, 'আমরা সেদিনহালকা মেজাজে ছিলাম। এই ঘটনার তিন দিন আগে আমি ডেঙ্গি থেকে উঠি। আমি ১০ দিন ধরে বাড়িতে ছিলাম। .... এই ভিডিও যখন তোলা হয়, তার ১০ মিনিট আগে সেখানে করণের মা ছিলেন। আর সেই সময় আমাদের মাথায় তিনি গঙ্গাজল ছিটিয়ে দিয়ে যান।'
ভিকি বলেন, ভিডিওতে তিনি যেভাবে নাক চুলকোচ্ছিলেন ,সেটা নেহাতেই তাঁর স্বভাবসিদ্ধ ঘটনা। সেটা যে মাদক হতে পারে , তা তিনি বুঝতে পারেননি বলে এদিন কটাক্ষ করেন ভিকি কৌশল।