করোনায় আক্রান্ত টলিউডের বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী, রয়েছেন আইসোলেশনে
একের পর এক করোনায় আক্রান্ত হচ্ছে টলিউডের অভিনেতা–অভিনেত্রীরা। এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন ৭৯ বছরের এই তারকা।

জানা গিয়েছে, শনিবার সকালে জ্বর আসে তাঁর। পরিবার ও চিকিৎসকের পরামর্শে করোনা টেস্ট করালে রিপোর্ট পজিটিভ আসে। তবে তিনি সুস্থ রয়েছেন বলেই জানিয়েছেন অভিনেত্রী। লিলি চক্রবর্তী জানিয়েছেন, চিকিৎসকের নির্দেশ মতো চলছেন, সময় মতো ওষুধ খাচ্ছেন। এখন জ্বর নেই তাঁর। নার্সিংহোমে ভরতি হওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। তবে নার্সিংহোমের সঙ্গে প্রাথমিক কথা বলা রয়েছে। যদি তেমন অসুস্থ বোধ করেন তবেই খবর দেবেন। এখন গুরুতর কোনও সমস্যা নেই বলেই জানান বর্ষীয়ান অভিনেত্রী।
১৯৫৮ সালে ভানু পেলো লটারি ছবির মাধ্যমে অভিনয় জীবনে পা রাখেন লিলি চক্রবর্তী। এরপর হিন্দি ও বাংলা বহু ছবিতে কাজ করতে দেখা গিয়েছে মিষ্টি মুখের এই অভিনেত্রীকে। এর আগে টলিউডে করোনা আক্রান্ত হয়েছিলেন কোয়েল মল্লিক, রঞ্জিৎ মল্লিক, রাজ চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, অপরাজিতা আঢ্যর মতো তারকারা। প্রত্যেকেই করোনা মুক্ত হয়েছেন।

বাংলা করোনা মুক্তির দিকে এগোচ্ছে, দৈনিক সংক্রমণে নিয়ন্ত্রণ আশার আলো দেখাচ্ছে