
ঘটল না কোনও মিরাকেল! প্রয়াত বর্ষীয়ান অভিনেতা বিক্রম গোখলে
প্রয়াত বর্ষীয়ান অভিনেতা বিক্রম গোখেল। বিগত কয়েকদিন ধরেই পরিস্থিতি বেশ সঙ্কটজনক ছিল অভিনেতার। তবে শুক্রবার কিছুটা হলেও পরিস্থিতি উন্নতি হতে দেখেন। যা দেখে আশার আলো দেখতে শুরু করেন চিকিৎসকরাও। কিন্ত্য ঘটলা কোনও মিরাকেল। ৮২ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা।

পুনের দিননাথ মঙ্গেশকর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিক্রম। সেখানেই আজ শনিবার মৃত্যু হয়েছে বলে খবর।
অভিনেতার মৃত্যুর খবর সামনে আসতেই ভেঙে পড়েছেন তাঁর অসংখ্য অনুগামী। ভেঙে পড়েছেন বিক্রম গোখেলের পরিবারের সদস্যরা। একে একে সবাই হাসপাতালে আসতে চলেছে। জানা যাচ্ছে, পুণের বালগন্ধর্ব সভাগৃহে রাখা থাকবে অভিনেতার নিথর দেহ। সেখানে সম্ভবত শেষ শ্রদ্ধা জানাতে পারবেন তাঁর অনুগামীরা। এরপর সেখান থেকেই অভিনেতার নিথর দেহ শেষকৃত্যের জন্যে নিয়ে যাওয়া হবে।
শেষ যাত্রায় শামিল হতে পারেন অভিনেতা বিক্রম গোখেলের অসংখ্য অনুগামী এবং বলিউডের অভিনেতা। তবে বিক্রম গোখেলের মৃত্যুর খবর সামনে আসার পরেই শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।
বার্ধক্যজনিত একাধিক সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিনেতা বিক্রম গোখেল। পরিস্থিতি যথেষ্ট সঙ্কটজনক ছিল। তৈরি করা হয়েছিল মেডিল্যাল টিমও। এর মধ্যেই গিত কয়েকদিন আগেই অভিনেতার মৃত্যুর খবর রটে যায়। সোশ্যাল মিডিয়া জুড়ে খবর ভাইরাল হতে থাকে। এমনকি একাধিকন সংবাদমাধ্যমেও খবর প্রকাশিত হয়। বহু অভিনেতাও টুইট করে অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানান।
Maharashtra | Veteran Actor Vikram Gokhale passes away in Pune.
— ANI (@ANI) November 26, 2022
(File Pic) pic.twitter.com/bnLFbRyYnm
যদিও পরে পরিবারের তরফে বিষয়টি পরিষ্কার করা হয়। জানানো হয়, তাঁর চিকিৎসা চলছে। বিক্রম কন্যা স্পষ্টভাবে জানান, যে তাঁর বাবা জীবিত রয়েছেন। যদিও লাইফ সাপোর্টে তাঁকে রাখা রয়েছে বলে টুইট করেন তিনি।
যদিও শুক্রবার সকাল থেকে আশার আলো দেখতে শুরু করেন। চিকিৎসাতে সাড়া দেন অভিনেতা। যা দেখে চিকিৎসকরা আশার আলো দেখতে শুরু করেন। যদিও শনিবার সকালে হঠাত করেই পরিস্থিতি সঙ্কটজনক হয়ে যায়। একটা সময়ে কার্যত চিকিৎসকরা সমস্ত আশাই ছেড়ে দেন বলে খবর। আর এরপরেই সামনে আসে সবথেকে খারাপ খবরটা।
বলে রাখা প্রয়োজন, ১৯৭৬ সালে মাত্র ২৬ বছর বয়সে বলিউডে পা রেখেছিলেন অভিনেতা। অমিতাভের সঙ্গে তাঁর প্রথম সিনেমা। এরপর প্রায় ২৩ বছর ধরে ছোটপর্দায় কাজ করছেন বিক্রম গোখলে। কাজ করেছেন বড় পর্দাতেও। একাধিক হিন্দি ও মারাঠি ধারাবাহিকে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। এছাড়া তাঁকে 'হাম দিল দে চুকে সনম' ছাড়াও 'ভুলভুলাইয়া', 'দে দনা দন', 'হিচকি'র মতো ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে।