বিয়ের আগেই দুর্ঘটনার মুখে বরুণ ধাওয়ান
আর কিছুক্ষণের মধ্যেই সাত পাকে বাঁধা পরতে চলেছেন বরুণ ধাওয়ান ও নাতাশা দালাল। কিন্তু বিয়ের আগেই দুর্ঘটনার মুখে পড়লেন অভিনেতা। আলিবাগে বরুণ–নাতাশার বিয়ের আগের দিন বিকেলে বরুণের জন্য ব্যাচেলর আয়োজন করেছিলেন তাঁর বন্ধুরা। সেখানে ছিলেন ডিজাইনার মণীশ মালহোত্রও।

বিয়ের আসর 'দ্য ম্যানসন হাউজ’ থেকে কিছুটা দূরে আলিবাগেই আয়োজন হয়েছিল পার্টির। আর সেখানেই বন্ধুবান্ধবের সঙ্গে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। তবে জানা গিয়েছে, বড় কোনও দুর্ঘটনা ছিল না। কেউই তেমন আঘাত পাননি। বরুণও অক্ষতই। সোশ্যাল মিডিয়ায় ব্যাচেলর পার্টির ছবিতে বরুণকে ফূর্তিতেই দেখা গিয়েছে। শনিবার দুপুরে ম্যানসন হাউসে আসেন অভিনেতা।
রবিবারই বরুণের বিয়ের আসর বসেছে আলিবাগের বিচ রিসর্টে। দুর্ঘটনা নিয়ে বরুণের পরিবার জানিয়েছেন ছোটখাটো দুর্ঘটনা, উদ্বেগের কোনও কারণ নেই। বরুণের বিয়েতে আসতে পারেন সলমন খান, রণবীর কাপুর, আলিয়া ভাটেরা।

বাড়ির চিলেকোঠাতেই আস্ত অস্ত্র কারখানার হদিশ! মালদায় চাঞ্চল্য