চলতি মাসেই বিয়ে করতে চলেছেন বরুণ ধাওয়ান–নাতাশা দালাল, আলিবাগে পাঁচতারা হোটেল বুক
এ বছরই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কুলি নম্বর ১ তথা বরুণ ধাওয়ান। পাত্রী তাঁর দীর্ঘদিনের বান্ধবী নাতাশা দালাল। বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে যে চলতি মাসেই বরুণ–নাতাশার চারহাত এক হতে চলেছে।

সূত্রের খবর, বরুণ এর মধ্যে আলিবাগে গিয়ে নিজের বিয়ের জন্য পাঁচতারা হোটেল বুক করে এসেছেন। করোনা ভাইরাস মহামারির কারণে অতিথিদের তালিকয় কাঁটছাঁট করা হয়েছে। কিন্তু আলিবাগেই বিয়ে হচ্ছে এ খবর নিশ্চিত। সূত্রের খবর, 'এই বিয়েটা একেবারে বিগ, ফ্যাট পাঞ্জাবি বিয়ের মতোই হবে তবে সীমিত সংখ্যক অতিথি নিয়ে। আলিবাগে ধাওয়ানের পক্ষ থেকে ২০০ জন অতিথি বিয়েতে আসবেন বলে স্থির হয়েছে।’
এর আগে বরুণ দাওয়ানের বিয়ের রিপোর্ট নিয়ে বাবা তথা পরিচালক ডেভিড ধাওয়ান বলেছিলেন, 'আমি জানি সকলেই অধীর আগ্রহে বরুণের বিয়ের জন্য অপেক্ষা করে রয়েছেন। আমিও তাই। বরুণ বিয়ে করলে আমার পরিবারের সকলেই খুশি হবে। বিয়ে হবে খুব ধুমধাম করে। কিন্তু বিয়ের দিনক্ষণ বা জায়গা এখনও ঠিক করা হয়নি। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।’ বহু বছর ধরে নাতাশ দালালের সঙ্গে বরুণের ডেট চলছে। এই জুটি ছোটবেলার বন্ধু। কিন্তু বরুণ সবসময় তাঁর ব্যক্তিগত জীবনকে আড়াল করে রাখতে ভালোবাসেন। সারা আলি খানের সঙ্গে কুলি নম্বর ১ ফ্লপ হওয়ার পর বরুণ সম্প্রতি যুগ যুগ জিওর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন।

বিগ বসে ফের বসন্ত, জ্যাসমিন ঘর ছাড়া হতেই আলির প্রেমে পড়লেন বাড়িরই এক সদস্য