• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) এবার বিয়ের পিঁড়িতে বসলেন উর্মিলা মাতন্ডকর

  • By Oneindia Bengali Digital Desk
  • |

বলিউডের নায়িকাদের একে একে বিয়ের পিঁড়িতে বসার খবর আসছে। প্রীতি জিন্টার পরে এবার সেই তালিকায় নাম লেখালেন নব্বইয়ের দশকের হার্টথ্রব 'রঙ্গিলা গার্ল' উর্মিলা মাতন্ডকর। [আসিন ও রাহুলের বিয়ের কিছু মিষ্টিমধুর মুহূর্ত!]

বৃহস্পতিবার কাশ্মীরি ব্যবসায়ী তথা মডেল মহসিন আখতার মীরকে বিয়ে করলেন উর্মিলা। একেবারে ঘরোয়া অনুষ্ঠানে পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়-বন্ধুদের উপস্থিতিতে এই বিয়ে হয়েছে। [৭০ তম জন্মদিনে চতুর্থ বিয়ে করলেন কবীর বেদী]

উর্মিলার বিয়ের ছবি কিন্তু বাইরে এসে গিয়েছে। একঝলকে দেখে নিন বিয়ের সাজে কেমন লাগছিল রঙ্গিলা গার্লকে।

বেশ কিছুবছর ধরে সেভাবে সিনেমা না করলেও নিজের রূপও অভিনয়ের গুণে সবসময়ই সিনেমাপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন উর্মিলা। বিয়ের দিনে ডিজাইনার মনীশ মালহোত্রার তৈরি লাল লেহঙ্গায় স্পষ্টতই মোহময়ী লাগছিল উর্মিলাকে। [যুবরাজ সিং-হ্যাজেল কিচ এনগেজমেন্ট সম্পন্ন]

বিয়ের পরে সংবাদমাধ্যমে উর্মিলা জানিয়েছেন, পুরো অনুষ্ঠানটিকে পরিবারের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চেয়েছি আমরা। সেজন্য বাইরের কাউকে নিমন্ত্রণ জানানো হয়নি। সেসব বললেও উর্মিলার বিয়ের ছবি কিন্তু বাইরে এসে গিয়েছে। একঝলকে দেখে নিন বিয়ের সাজে কেমন লাগছিল রঙ্গিলা গার্লকে। [ শাহরুখ খান ও গৌরীর বিয়ের বিরল ছবি]

English summary
Urmila Matondkar Gets Married; See All The Wedding & Reception Pictures Here!
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X