For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'উমা' ছবির এই নতুন গানের নেপথ্যে রয়েছে অনুপমের প্রেম কাহিনি! জানুন বিস্তারিত

উ ইয়র্ক ফিল্ম ফেস্টিভালের পর বাঙালির মন ছুঁয়ে দিতে তৈরি 'উমা'। তার আগে ছবির একের পর এক গান ক্রমেই হিট হয়ে চলেছে । ইন্টারনেটে এই মুহর্তে ভাইরাল 'উড়ে যাক' গানটি। শনিবারই মুক্তি পেয়েছে গান।

  • |
Google Oneindia Bengali News

নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভালের পর বাঙালির মন ছুঁয়ে দিতে তৈরি 'উমা'। তার আগে ছবির একের পর এক গান ক্রমেই হিট হয়ে চলেছে । ইন্টারনেটে এই মুহর্তে ভাইরাল 'উড়ে যাক' গানটি। শনিবারই মুক্তি পেয়েছে গান। আর তার পর থেকেই বাঙালির উইকেন্ডকে সঙ্গী করে এই গান একটা 'মন কেমনের বিকেলবেলা' উপহার দিয়েছে দর্শককে।

উমা ছবির এই নতুন গানের নেপথ্যে রয়েছে অনুপমের প্রেম কাহিনি! জানুন বিস্তারিত

গানটি ছবিতে অঞ্জন দত্তের চরিত্রের উপর চিত্রায়িত। অঞ্জন দত্তের চরিত্রটির নাম ব্রহ্মানন্দ। তিনি ছবিতে একজন ব্যর্থ ফিল্ম পরিচালক। গানটি লিখেছেন অনুপম রায়। গেয়েওছেন তিনি। অনুপম জানিয়েছেন, এই গানটি তিনি ২০০৭ সালে লিখেছিলেন। সেই সময়ে গার্লফ্রেন্ট পিয়ার জন্য়ই গানটি লেখেন তিনি। যদিও এখন অনুপম ঘরনী হয়ে উঠেছেন পিয়া! পরবর্তীকালে ২০১২ সালে অনুপম এই গানটিকে নিজের অ্যালবামে নিয়ে আসেন। গানটিকে যেভাবে ছবিতে ব্যবহার করা হয়েছে তা নিয়ে খুশি অনুপম। পাশপাশি গানটি মুক্তি পেতেই যেভাবে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে,তা বেশ প্রশংসনীয়।

'উমা' ছবির গল্প বাবা-মেয়ের সম্পর্কে ঘিরে হলেও, তার মধ্যে জীবনবোধ আর বাঙালিয়ানার এক অদ্ভুত মিশেল রয়েছে। ছবির গল্প প্রবাসী উমা আর তার বাবা রুদ্রকে নিয়ে। উমা (সারা সেনগুপ্ত) ক্যানসারে আক্রান্ত, অস্ট্রিয়া নিবাসী সারার ইচ্ছা সে দূর্গাপুজো দেখবে। আর সেজন্য তাকে তার বাবা রুদ্র (যীশু সেনগুপ্ত) নিয়ে আসেন কলকাতায়। মেয়ের ইচ্ছাপূরণে অনুষ্ঠিত হয় নকল দুর্গাপুজো। জানা গিয়েছে, ২০১৫ সালের এক সত্যি ঘটনাকে অবলম্বন করে তৈরি হয় এই ছবি।

English summary
Ure Jaak from Uma is hitting the right notes.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X