(ছবি) সলমন-জ্যাকলিনের জোরদার 'কিক', ছবিতে কিছু অদেখা মুহূর্ত
মুম্বই, ১৬ জুলাই : সলমন খানের ক্রেজ যে এখনও কিঞ্চিত কমেনি তার জলজ্যান্ত প্রমাণ 'কিক'। জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে সলমনের নতুন এই ছবিই ট্রেন্ডিং আলোচ্য বিষয় এখন। মাঝে শোনা যাচ্ছিল বলিউডের সুপার ডুড সলমনের ছবি তুলবেন না বলে এককাট্টা হয়েছেন মুম্বইয়ের আলোকচিত্রীরা। কিন্তু তাতে খুব একটা কী কোনও ক্ষতি হয়েছে মনে হচ্ছে না তেমনটা। কিকের শুটিংয়ে ঝাঁক ঝাঁক আলোকচিত্রীর দেখা গিয়েছে।
তবে এতসত বিষয়কে গুরুত্ব দেন না সলমন। নিজের কাজটা তিনি করেন। কারোর ভাল লাগুক আর না লাগুক। তাই তো এই বয়সেও এখনও ইয়ুথ আইকন সলমন। তাঁর অভিনীত ছবিটি ভাল হোক না হোক ছবিতে তাঁকে একবার দেখতেই হল ভরাবেন লাখো লাখো দর্শক।
কিক ছবিটা একই নামের তেলেগু একটি ছবির রিমেক হলেও, পরিচালক ও সলমন কিক-কে নতুন রূপ দিয়েছেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে ছবিটি ঘিরে। জুমে কি রাত হো..গানে সলমন-জ্যাকলিন কেমিস্ট্রি প্রশংসা পেলেও এখন সবার নজর এই দুই অভিনেতা-অভিনেত্রীর অফস্ক্রিন কেমিস্ট্রির উপরই। তারা একে অপরকে ডেট করছেন? নাকি শুধুই 'জাস্ট ফ্রেন্ডস'? কিন্তু আলোচ্য দুই ব্যক্তি এবিষয়ে মুখ না খুললেও এগুজবই ছবির প্রচারের পক্ষে ইতিবাচক সাড়া ফেলছে।
ওয়ানইন্ডিয়া বেঙ্গলির পাঠকদের জন্য কিক ছবির কিছু এক্সক্লুসিভ ছবি দেওয়া হল। থাকল সলমন-জ্যাকলিনের না দেখা কিছু মুহূর্ত।

সাইকেল নিয়ে কেরামতি
কিক ছবির একটি দৃশ্যে সাইকেল নিয়ে নানা স্টান্ট করলেন সলমন। ৪৮ বছর বয়সেও কোনও স্টান্টম্যানের সাহায্য ছাড়াই স্টান্ট করলেন সলমন।

সলমন ও রণদীপ
শুটিংয়ের ফাঁকে ক্যামেরাবন্দী সলমন ও রণদীপ হুডা।

ছাদে চড়ে
সিনেমার দৃশ্যটি আরও রোমাঞ্চকর করতে সাইকেল নিয়ে টিনের চালে উঠে গেলেন সলমন।

নওয়াজুদ্দিন সিদ্দিকি
শুটিংয়ের ফাঁকে ছবির আর এক শিল্পী নওয়াজুদ্দিন।

রণদীপ হুডা
আপ কিছুক্ষণেই রয়েছে রণদীপের শট। তার আগে চিত্রনাট্যটা আর এক বার ঝালিয়ে নিচ্ছেন রণদীপ।

সল্লুভাই
আলোকচিত্রীর ক্যামেরায় ধরা পডলেন সলমন।

জ্যাকলিন
কিক ছবির শুটিংয়ে যাওয়ার আগে বিমানবন্দরে জ্যাকলিন।

ডেটিং না জাস্ট ফ্রেন্ডস
সলমন-জ্যাকলিনের অনস্ক্রিন কেমিস্ট্রি প্রশংসা পেলেও এখন সবার নজর এই দুই অভিনেতা-অভিনেত্রীর অফস্ক্রিন কেমিস্ট্রির উপরই। তারা একে অপরকে ডেট করছেন? নাকি শুধুই 'জাস্ট ফ্রেন্ডস'? কিন্তু আলোচ্য দুই ব্যক্তি এবিষয়ে মুখখুলতে নারাজ।

কেক খাওয়া
কেকের একটি টুকরো সলমনকে খাইয়ে দিচ্ছেন সাজিদ।

কিক ক্লিক
ক্যামেরার সামনে ছবির নায়ক, নায়িকা ও পরিচালক।

বাইক রাইড
সলমনের বাইকের পিছনে বসেছেন জ্যাকলিন। চলছে কিক ছবির শুটিং।

উল্টোলো বাস
ছবির একটি দৃশ্যায়ণের সময়।

একসঙ্গে
শুটিংয়ের ফাঁকে দুপুরের খাওয়াদাওয়া একসঙ্গে সারছেন সলমন-জ্যাকলিন