For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'গাঁজা' নিয়ে মন্তব্য করে বিপাকে উদয়! পরিণামে যা ঘটল

বিতর্কের সূত্রপাত অভিনেতা উদয় চোপড়ার এক টুইটকে ঘিরে। টুইটে উদয় দাবি করেছিলেন 'গাঁজা'কে যাতে বৈধতা দেওয়া হয়। আর এর থেকেই শুরু বিতর্ক। নিজের বক্তব্যের সমর্থনে উদয় বেশ কিছু যুক্তি তুলে ধরেন।

  • |
Google Oneindia Bengali News

বিতর্কের সূত্রপাত অভিনেতা উদয় চোপড়ার এক টুইটকে ঘিরে। টুইটে উদয় দাবি করেছিলেন 'গাঁজা'কে যাতে বৈধতা দেওয়া হয়। আর এর থেকেই শুরু বিতর্ক। নিজের বক্তব্যের সমর্থনে উদয় বেশ কিছু যুক্তি তুলে ধরেন।

গাঁজা নিয়ে মন্তব্য করে বিপাকে উদয়! পরিণামে যা ঘটল

উদয়ের দাবি ছিল, গাঁজা সেবন ভারতীয় সংস্কৃতির অন্যতম অংশ। পাশাপাশি গাঁজাকে যদি বৈধতা দিয়ে কর আদায় করা যায়, তাহলে এর থেকে প্রচুর পরিমাণ আয় করতে পারবে প্রশাসন। এছাড়াও উদয়ের দাবি, এটি বৈধ হলে দেশ থেকে অপরাধের পরিমাণ কমবে। আর উদয়ের এই টুইট দেখে তার প্রত্যুত্তর দেয় মুম্বই পুলিশ। মুম্বই পুলিশ বলে, 'স্যার, ভারতীয় নাগরিক হিসাবে নিজের মতামত জানানোর অধিকার আপনার রয়েছে। তবে একটু সতর্ক হওয়া দরকার। কারণ ১৯৮৫ সালের মাদক আইন (নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস অ্যাক্ট) অনুযায়ী এই মুহূর্তে ভারতে গাঁজা সেবন, মজুত রাখা এবং সরবরাহ শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য। আশাকরি এই তথ্য সকলকে জানিয়ে দেবেন আপনি। '

[আরও পড়ুন:কোন দক্ষিণী ছবিকে মনে করাচ্ছে মিমি-অঙ্কুশের 'ভিলেন'! দেখুন ট্রেলার ][আরও পড়ুন:কোন দক্ষিণী ছবিকে মনে করাচ্ছে মিমি-অঙ্কুশের 'ভিলেন'! দেখুন ট্রেলার ]

যদিও মুম্বই পুলিশের এই টুইটের উত্তরে কোনও কিছুই মন্তব্য করেননি যশ চোপড়ার পুত্র উদয়। যদিও নিজের টুইটে অবশ্য উদয় লেখেন যে, তিনি নিজে গাঁজা সেবন করেন না। এদিকে, উদয় আর মুম্বই পুলিশের এই টুইট আর রিটুইট অংশ নিয়ে বেশ শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

[আরও পড়ুন:প্রিয়ার চাউনি হুবহু নকল করলেন এই বলি-সুন্দরী! দেখে নিন ভাইরাল ভিডিও ][আরও পড়ুন:প্রিয়ার চাউনি হুবহু নকল করলেন এই বলি-সুন্দরী! দেখে নিন ভাইরাল ভিডিও ]

[আরও পড়ুন: বলিউডে ফের বিয়ের সানাই! সাতপাকে বাঁধা পড়লেন একতা-সুমিত ][আরও পড়ুন: বলিউডে ফের বিয়ের সানাই! সাতপাকে বাঁধা পড়লেন একতা-সুমিত ]

English summary
It all began when Uday Chopra tweeted why he thinks marijuana should be legalised in India. The actor presented a few arguments to support his demand, including "it's part of Indian culture" and has "medical benefits". He posted, "I feel India should legalize marijuana. Firstly, It's part of our culture.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X