For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বদলে যাওয়া জীবন ক্যানভাসের কাহিনি, যার বার্তা দিচ্ছে তরুণ নাট্য দল খোঁজ

হতাশার এক আধারে ডুব দিতে দিতে তলিয়ে যাচ্ছে মৃণাল। কী করতে পারে সে? চারপাশটা তো মরুভূমির মতোই বোধ হয় তাঁর। মনে হয় এই মরুভূমির মধ্যেই সে যেন জলের মরিচিকা খুঁজে চলেছে।

Google Oneindia Bengali News

হতাশার এক আধারে ডুব দিতে দিতে তলিয়ে যাচ্ছে মৃণাল। কী করতে পারে সে? চারপাশটা তো মরুভূমির মতোই বোধ হয় তাঁর। মনে হয় এই মরুভূমির মধ্যেই সে যেন জলের মরিচিকা খুঁজে চলেছে। একটু আলো, একটু আশা-আদৌ সে কি পাবে এদের সন্ধান! আসলে তাঁর অস্তিত্বের গোড়াটা কোন দিনই তো উপড়ে ফেলে দিয়েছে। এখন তাঁর একটাই পরিচয়- 'গে'। মৃণালের আলো-আঁধারি ঘরের কোণে এক নীল-মানুষ। কোথা দিয়ে ঢুকল সে? মৃণালের মনে হাজারো প্রশ্ন। যতই সে নীল-মানুষের মুখোমুখি হচ্ছে ততই যেন একটা ঘোর তাড়া করছে মৃণালকে। কে এই নীল মানুষ? মৃণালের মনে হাজারো প্রশ্ন। অস্তিত্ব-রূপান্তর-সংসার-বিচ্ছেদ সব কেমন যেন গোল পাকিয়ে যাচ্ছে মৃণালের। এমন এক কাহিনিকে ঘিরে তৈরি হয়েছে 'দ্য ন্যুড ফ্লুট'-এর নাট্যচিত্র।

বদলে যাওয়া জীবন ক্যানভাসের কাহিনি, যার বার্তা দিচ্ছে তরুণ নাট্য দল খোঁজ

শহরের একদল তরুণ প্রজন্মকে তৈরি হওয়া নাট্যদল 'খোঁজ' এমন সব বিষয়কে নিয়ে তৈরি করে চলেছে একের পর এক নাটক। 'দ্য ন্যুড ফ্লুট' ইতিমধ্যে একবার প্রদর্শিতও হয়েছে। ভাবনা আর বিষয় আঙ্গিকের অভিনবত্বে নাট্যপ্রেমীদের প্রশংসাও কুড়িয়েছে 'দ্য ন্যুড ফ্লুট'। তবে, এর প্রথম প্রদর্শনটা ছিল গত বছরের নভেম্বরে। সেদিক দিয়ে এই বছর এই প্রথম 'দ্য ন্যুড ফ্লুট'-এর প্রদর্শন হতে চলেছে ২২ এপ্রিল যোগেশ মাইম অ্যাকাডেমিতে।

বদলে যাওয়া জীবন ক্যানভাসের কাহিনি, যার বার্তা দিচ্ছে তরুণ নাট্য দল খোঁজ

'দ্য ন্যুড ফ্লুট'-এর কাহিনি মূলত এক গে-র জীবনের ওঠা-নামাকে ঘরেই আস্তে আস্তে বিস্তার মেলেছে। নাটকটির পরিচালক কৌস্তভ। অভিনয়ে আছেন- ঋষি,বিহান, মেঘ, জ্যোতির্ময়, কৌস্তভ বি, মানালি, দেবশ্রী, প্রসেনজিৎ, কৌস্তভ এস, অর্ঘ। কোরিওগ্রাফে মেঘ। 'দ্য ন্যুড ফ্লুট'-এর নাট্যকার সুশোভন কাঞ্জিলাল। তাঁর কথায়, 'দ্য ন্যুড ফ্লুট শুধুমাত্র গে-দের জীবনের সমস্যার কথা বলছে না, এই কাহিনি সমাজের প্রত্যেকটা মানুষের। যারা প্রতিনিয়ত নিজের স্বপ্নকে ছোঁয়ার জন্য লড়াই করে চলেছেন। এই কাহিনির পরতে পরতে ঠাঁই পেয়েছে সমাজের হিপোক্রিসি, তার দ্বিধা-দ্বন্দ্ব-যা একজন মানুষকে তার ভিতরে রোজ মোকাবিলা করতে হয়। আসলে মৃণাল দৃঢ়ভাবে বিশ্বাস করে তার কাহিনি এবং শেষমেশ নিজেরই লেখা একটা লাইনে ফিরে যায় সে, বলে ওঠে- পৃথিবীকে শুধু কি দিন আর রাত হয়? গোধূলি বা ভোরবেলার সৌন্দর্যকে কি অস্বীকার করা যায়।'

বদলে যাওয়া জীবন ক্যানভাসের কাহিনি, যার বার্তা দিচ্ছে তরুণ নাট্য দল খোঁজ

বদলে যাওয়া জীবন ক্যানভাসের কাহিনি, যার বার্তা দিচ্ছে তরুণ নাট্য দল খোঁজ

যোগেশ মাইম অ্যাকেডেমি-তে অবশ্য 'দ্য ন্যুড ফ্লুট'-এর সঙ্গে আরও একটি নাটক অভিনীত হবে। নাটকটির নাম 'মিস কমিউনিকেশন'। এই নাটকের কাহিনি অনেকটা বেঁচে থাকি বাঁচার আনন্দে গোছরের। মানে প্রেম-ভালবাসা-আর ব্রেকআপ-এ জীবনের সমাপ্তি নয়-আরও অনেক কিছু আছে যা জীবনকে ধরে রাখে, একজনকে বাঁচতে শেখায়। নাটকটির পরিচালক ও নাট্যকার মানালি।

বদলে যাওয়া জীবন ক্যানভাসের কাহিনি, যার বার্তা দিচ্ছে তরুণ নাট্য দল খোঁজ

কলকাতা শহরের বুকে বেশ কয়েক বছর ধরেই অনেকে ভিন্ন ভাবনার নাট্যভাবনাকে তুলে ধরছেন। কেউ একে বলছেন অল্টারনেটিভ থিয়েটার, আবার কারোর মতে এটাই হল মর্ডান থিয়েটার। খোঁজ নামে এই নাট্যদলেরও দাবি তারা বিষয় ভাবনায় এক আধুনিক মনচেতনাকে তুলে ধরার চেষ্টা করছে। আর তারই সূত্র ধরে জন্ম নিয়েছে 'দ্য ন্যুড ফ্লুট' এবং 'মিস কমিউনিকেশন'। এমন দুই নাটক দেখতে হলে ২২ এপ্রিল অবশ্যই চলে যান যোগেশ মাইম একাডেমি। সময় বিকেল ৫.৩০টা। টিকিটের জন্য যোগাযোগ করতে পারেন- কৌস্তভ ৮৪২০৮১৬০৬০ এবং সুশোভন ৯৭৪৮৬৮৯৬৮০ নম্বরে।

English summary
Khonj, a young theater group is going to play two drama on 22 April in Jogesh Mime Academy. The two drama is built on the contemporary issues and regular crisis of the society.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X