For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিতা পুত্রের সম্পর্কে আবেগতাড়িত কৌশিক, আপ্লুত প্রসেনজিৎ

'প্রাক্তন' ছবিতে শেষবার দু'জনে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। তবে দর্শকদের প্রত্যাশার মাত্রা বাড়িয়ে , বাবা ও ছেলের এক বয়ে চলা সম্পর্ক নিয়ে তাঁরা দুজনে ধরা দিয়েছেন অতনু ঘোষের 'ময়ূরাক্ষী' ছবিতে।

  • |
Google Oneindia Bengali News

বড়পর্দায় কোনও সেরকম উল্লেখযোগ্য ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে একসঙ্গে দেখা যায়নি। 'প্রাক্তন' ছবিতে শেষবার দু'জনে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। তবে দর্শকদের প্রত্যাশার মাত্রা বাড়িয়ে , বাবা ও ছেলের এক বয়ে চলা সম্পর্ক নিয়ে তাঁরা দুজনে ধরা দিয়েছেন অতনু ঘোষের 'ময়ূরাক্ষী' ছবিতে। ছবিতে, নদীর মতো সরলভাবে বয়ে চলা এক সম্পর্কই মূল উপজীব্য।

<span class=[আরও পড়ুন:ছবির নাম কেন 'ময়ূরাক্ষী'! উত্তর খুঁজেনিন ছবির এই গল্পে ]" title="[আরও পড়ুন:ছবির নাম কেন 'ময়ূরাক্ষী'! উত্তর খুঁজেনিন ছবির এই গল্পে ]" />[আরও পড়ুন:ছবির নাম কেন 'ময়ূরাক্ষী'! উত্তর খুঁজেনিন ছবির এই গল্পে ]

এই ছবি থেকে অনেক কিছু পাওনার আশায় আজ বাঙালি দর্শক। ছবি ঘিরে সকাল থেকেই টুইটারে একের পর এক শুভেচ্ছাবার্তা জানানো হচ্ছে ছবির নির্মাতাদের। বিশেষ শুভেচ্ছাবার্তা জানানো হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে সৌমিত্র চট্টোপাধ্যায় সকলকেই। তবে এরই মধ্যে নিজের পোস্ট এ মন কাড়লেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়।

কৌশিক গঙ্গোপাধ্যায়

নিজের টুইটে কৌশিক গঙ্গোপাধ্যায় তাঁর বাবার স্মৃতিচারণা করে এক মনছোঁয়া বার্তা দিয়েছেন। যার প্রেক্ষিতে পরিচালককে ধন্যবাদও জ্ঞাপন করেছেন প্রসেনজিৎ।

মহেন্দ্র সোনি

প্রযোজক মহেন্দ্র সোনি তাঁর টুইটে ছবির গোটা টিমকে শুভেচ্ছা জানিয়েছেন।

হিরণ

অভিনেতা হিরণও টুইটবার্তায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন 'ময়ূরাক্ষী' ছবির সাফল্য কামনা করে।

অনিকেত চট্টোপাধ্যায়

পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ও 'ময়ূরাক্ষী'ছবির গোটা টিমকে শুভেচ্ছা জানিয়েছেন।

সবমিলিয়ে এই ছবি এখন শীতের বিকেলে বাঙালির কিছু চেনা অনুভূতিকে ছুঁয়ে যাওয়ার অপেক্ষায়।

English summary
twitter wishes to prasenjit chaterjee on his film mayurakshi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X