For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'শাহরুখ পাকিস্তান চলে যান, আর ফিরে আসবেন না', কেন এমন আক্রমণ কিং খানকে

শাহরুখ খানের দূর সম্পর্কের তুতো বোন পাকিস্তানিবাসী নূরজাহান , সেদেশের সাধারণ নির্বাচনে প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

শাহরুখ খানের দূর সম্পর্কের তুতো বোন পাকিস্তানিবাসী নূরজাহান , সেদেশের সাধারণ নির্বাচনে প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন। এখবর কিছুদিন আগেই ভারতীয় সংবাদমাধ্যম তুলে ধরেছে। খবর ছড়াতেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়ে যায় ট্রোল। শাহরুখকে কার্যত কাঠগড়ায় দাঁড় করিয়ে ঘৃণ্য সমালোচনার মুখে ফেলা হয় বলিউডের 'রইস' স্টারকে।

শাহরুখ পাকিস্তান চলে যান, আর ফিরে আসবেন না, কেন এমন আক্রমণ কিং খানকে


বলিউড বাদশা শাহরুখ বেশ কিছুদিন ধরে ফের একবার নেটিজেনদের সমালোচনার শিকার হয়ে চলেছেন। সমালোচনায় শাহরুখের ভারতীয় নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। ঘটনার সূত্রপাত, শাহরুখে এক দূরসম্পর্কীয় বোন নূরজাহানকে নিয়ে। নূরজাহার পারিস্তানের খাইবার-পাশতুনখাওয়া এলাকা থেকে নির্বাচনের প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন। আর তারজেরে সোশ্যাল মিডিয়া শাহরুখকে 'পাকিস্তান পন্থী' বলে দাবি করে ঘৃণ্য সমালোচনাতে মুখর হয়েছেন।



উল্লেখ্য, পাকিস্তানে শাহরুখের আত্মীয়ারবসবাসকে শাহরুখের 'অপরাধ' হিসাবে দেখতে শুরু করেছেন কয়েকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। যাঁরা শাহরুখের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছেন। প্রসঙ্গত, স্বাধীনতার পূর্বে পাকিস্তানে বা বাংলাদেশে অনেকেরই পূর্বপুরুষদের বসবাস ছিল। পরবর্তীকালে সেই সমস্ত পরিবার ভারতে চলে আসে। তবে কেউ কেউ থেকে যান সীমান্তের ওপারে। শাহরুখ আর তাঁর তুতো বোন নূরজাহানের সম্পর্কও সেইভাবেই আবদ্ধ। এদিকে, সোশ্যাল মিডিয়ায় শাহরুখের সমালোচনা নিয়ে এখনও পর্যন্ত মুখ খুলতে শোনা যায়নি বলিউড স্টারকে।

English summary
Trolling SRK because his cousin is contesting elections in Pakistan is reprehensible.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X