For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ লোকসভা ভোটে দেব-মুনমুন-ইন্দ্রানীকে নিয়ে কোন অবস্থান নিল তৃণমূল! প্রার্থী তালিকায় চমক

একটা সময় শোনা যাচ্ছিল লোকসভা নির্বাচনে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ইন্দ্রাণী হালদারকে দেখা যেতে পারে তৃণমূলের প্রার্থী হিসাবে।

  • |
Google Oneindia Bengali News

একটা সময় শোনা যাচ্ছিল লোকসভা নির্বাচনে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ইন্দ্রাণী হালদারকে দেখা যেতে পারে তৃণমূলের প্রার্থী হিসাবে। সূত্রের খবর ছিল, সম্ভবত মেদিনীপুর কেন্দ্র থেকে সন্ধ্যা রায়ের জায়গায় ইন্দ্রাণী হালদারকে দাঁড় করাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এদিন তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই একাধিক চমক প্রকাশ্যে আসে। শুধু ইন্দ্রাণী হালদারই নন, দেব ও মুনমুন সেনকেও নিয়েও নিজের অবস্খান স্পষ্ট করেছে ঘাসফুল নেতৃত্ব।

প্রসঙ্গ ইন্দ্রাণী হালদার

প্রসঙ্গ ইন্দ্রাণী হালদার

কলকাতার পুলিশ সুপার রাজীব কুমারকে নিয়ে কেন্দ্র -রাজ্য সংগাতের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা মঞ্চে দেখা গিয়েছিল অভিনেত্রী ইন্দ্রানী হালদারকে। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা ছাড়াও , তৃণমূলের সুরেই একাধিক বক্তব্য রাখেন এই অভিনেত্রী। শোনা গিয়েছিল , মেদিনীপুর কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করতে চায় তৃণমূল। সেই নিয়ে দলীয় বৈঠকে খানিকটা কথা এগিয়েও ছিল। কিন্তু শেষমুহূর্তে ইন্দ্রানী হালদারের নাম দেখা গেল না তৃণমূলের প্রার্থী তালিকায়।

প্রসঙ্গ দেব

প্রসঙ্গ দেব

একটা সময় শোনা যায়, দেব নিজের থেকেই আর সাংসদ পদে প্রার্থী হতে চাইছিলেন না। রাজনীতি থেকে দূরে নিজের ব্যবসা ও অভিনয় জীবনকেই গুরুত্ব দিতে চাইছিলেন ঘাটালের সাংসদ দেব। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম কাছের মানুষ তথা,স্নেহধন্য দেবকে শেষপর্যন্ত ফের একবার তৃণমূল সাংসদ হিসাবে লোকসভা নির্বাচনের মঞ্চে তুলে এনেছে।

মুনমুন সেন

মুনমুন সেন

বাঁকুড়া আসন থেকে ২০১৪ সালের নির্বাচনে প্রথমবার সাংসদ হিসাবে ভোটযুদ্ধ জিতে নেন অভিনেত্রী মুনমুন সেন। তবে বাঁকুড়া কেন্দ্র থেকে এই বার আর মুনমুন সেনকে রাখতে চায়নি তৃণমূল নেতৃত্ব। ফলে শোনা যাচ্ছিল ,তাঁকে এই বছর প্রার্থী পদের টিকিট দেওয়ার বিপক্ষে ছিলেন তৃণমূলের বহু প্রথমসারির নেতা। বাঁকুড়া তৃণমূলেও এই নিয়ে ছিল ক্ষোভ। এরপরই মুনমুন সেনকে আসানসোল কেন্দ্র থেকে দাঁড় করানোর সিদ্ধান্ত নেয় তৃণমূল। ঠিক যে আসনে এর আগের বার নির্বাচনে দাঁড়িয়েছিলেন তৃণমূলের সদস্য দোলা সেন। তবে আসানসোল ২০১৪ নির্বাচনে জিতে নেন বিজেপির বাবুল সুপ্রিয়ো। এই বছরেও বাবুল সুপ্রিয়ো আসানসোল কেন্দ্র থেকে প্রার্থী হিসাবে থাকলে, মুনমুন বনাম বাবুল লড়াই জমতে চলেছে।

[আরও পড়ুন: ২০১৯ লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী মিমি-নুসরত! কোন তারকা পেলেন কোন কেন্দ্র জেনে নিন][আরও পড়ুন: ২০১৯ লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী মিমি-নুসরত! কোন তারকা পেলেন কোন কেন্দ্র জেনে নিন]

English summary
Trinamool congress's stand on Munmun, dev and Indrani haldar in loksabha election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X