For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৭-এ বলিস্টারদের ক্লিন বোল্ড করেছে আনকোরারা, বক্স অফিসের খতিয়ান দেখলে চমকাবেন

২০১৭ সালে বলিউডে ছবির বাজার একটু ঠান্ডাই ছিল। একমাত্র 'বাহুবলী ২' ছাড়া অন্য কোনও ছবিই সেভাবে ছাপ ফেলতে পারে নি বক্স অফিসে।

  • |
Google Oneindia Bengali News

২০১৭ সালে বলিউডে ছবির বাজার একটু ঠান্ডাই ছিল। একমাত্র 'বাহুবলী ২' ছাড়া অন্য কোনও ছবিই সেভাবে ছাপ ফেলতে পারে নি বক্স অফিসে। কিং খান শাহরুখ থেকে থেকে বলিউডের ভাইজান সলমান খান পর্যন্ত ভরাডুবি সামলাতে পারেনি। সেজায়গায় আঞ্চলিক ছবি 'বাহুবলী ২' মাত করে দিয়েছে বাজার। বেশ কিছু ছোটখাটো ছবিও এবছর হারিয়ে দিতে পেরেছে নামজাদা তারকাদের ছবিকে। ফিরে দেখা যাক ২০১৭ সালের বলিউডের বক্স হিসেব নিকেশ।

বাহুবলী ২

বাহুবলী ২

২০১৭ সালের সবচেয়ে বড় ব্লকবাস্টার ছবি যদি কিছু হয়ে থাকে, তা হল 'বাহুবলী ২'। প্রভাস-অনুষ্কা- তমন্না অভিনীত এই তেলুগু ছবির হিন্দি ভার্সানও একই সঙ্গে মুক্তি পায়। দক্ষিণী এই ছবি মুক্তি পেতেই দেশ জুড়ে কার্যত উৎসবের আমেজ পড়ে যায়। বক্স অফিসে ৫০১ কোটি টাকার বাজার করেছে এই আঞ্চলিক ছবিটি।

গোলমাল এগেইন

গোলমাল এগেইন

'বাহুবলী ২' এর পর সেভাবে কোনও ছবিই বক্স অফিস কাঁপাতে পারেনি। তবে কম বাজেটের ছবি রোহিত শেট্টির 'গোলমাল এগেইন' এবছর বেশ ভালো বাজার করেছে। পরিসংখ্যান বলছে অজয় দেবগণ-তব্বু-পরিণীতি অভিনীত এই ছবির সংগ্রহ ২০৫ কোটি টাকা।

জুড়ুয়া ২

জুড়ুয়া ২

বরুণ ধওয়ানের 'জুড়ুয়া ২' ছবিটিও কম বাজেটের ছবির সাপেক্ষে বেশ ভালোই জমিয়ে দিয়েছে বক্স অফিস। বরুণের এই ছবি ছাপিয়ে গিয়েছে শাহরুখ খান অভিনীত 'রইস '-কেও। এই ছবির কালেকশন ১৩৮ কোটি টাকা।

রইস

রইস

২০১৭ এর বছর পড়তেই মুক্তি পায় কিং খান অভিনীত 'রইস'। ছবির সংগ্রহে আসে ১৩৭ .৫১কোটি টাকা। গুজরাতের এক গ্যাংস্টারের জীবন নিয়ে তৈরি এই ছবিতে অ্যাকশন ঠাসা থাকলেও তা সেভাবে কাড়তে পারেনি আকর্ষণ।

টয়লেট: এক প্রেম কথা

টয়লেট: এক প্রেম কথা

শুধু শাহরুখ নয়, আশাতীত সাফল্য পায়নি অক্ষয় কুমারের 'টয়লেট এক প্রেম কথা' ছবিটিও। এই ছবির সংগ্রহে রয়েছে ১৩৪.২৫ কোটি টাকা। তবে বক্স অফিসে এই ছবি আরও ভালো ফল করবে বলেই আশা করা হয়েছিল।

কাবিল

কাবিল

শাহরুখের 'রইস' ছবির সঙ্গেই মুক্তি পেয়েছিল হৃতিকের ' কাবিল'। হৃতিক রোশানের মত তারকা থাকা সত্ত্বেও এ ছবি বক্সক অফিসে মুখ থুবড়ে পড়ে। মাত্র ১২৬.৮৫ কোটি টাকাই বাজার করতে পেরেছে।

টিউবলাইট

টিউবলাইট

সলমান খান অভিনীত 'টিউবলাইট' ছবিটিও এবছর পাক্কা ফ্লপ ছবির তালিকায় রয়েছে। সলমানের এই ছবি এবছরেও ঈদের মরশুমে মুক্তি পেলেও তা ১২১.২৫ কোটি টাকার বেশি রোজগার করতে পারেনি।

জলি এলএলবি ২

জলি এলএলবি ২

এবছরের অন্যান্য ছবির মধ্য়ে জলি এল এলএলবি ২ ও বছরের প্রথমের দিকে ভালোই বাজার করেছিল। তবে বড় তারকা অক্ষয় কুমারের হিসাবে এই ছবি সেভাবে কিছু করে উঠতে পারেনি।

বদ্রীনাথ কি দুলহানিয়া

বদ্রীনাথ কি দুলহানিয়া

বরুণ ধওয়ান ও আলিয়া ভট্ট অভিনীতি এই ছবি বেশ সাড়া ফেলেছিল মুক্তির সময়ে। যেখানে বলিউডের বড় তারকাদের ছবি একের পর এক মুখ থুবড়ে পড়েছে , সেখানে এই ছবি বেশ ভালো বক্স অফিসে বাজার করেছে।

 বরেলি কি বরফি

বরেলি কি বরফি

আয়ুষ্মান খুরানা , কৃতি শ্য়ানন ও রাকুমার রাও অভিনীত এই ছবি সেভাবে বিগবাজেট ফিল্ম না হলেও, নিজের গল্পেই মাত করে দিয়েছে। চমকপ্রদ কোনও তারকা অভিনেতা না থাকলেও এই ছবির বক্স অফিস কালেকশনও বেশ ভালো।

English summary
Well, here’s the latest update on ‘Top 10 Highest Grossers of 2017’. So far, 9 films have managed to make it to the 100 crore club, which are Bollywood films – Raees, Kaabil, Jolly LLB 2, Badrinath Ki Dulhania, Baahubali 2: The Conclusion, Toilet: Ek Prem Katha and Judwaa 2. The 9th one to enter the coveted list is Ajay Devgn and Parineeti Chopra’s Golmaal Again.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X