India
  • search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দীর্ঘদিন পর ফের বড় পর্দায় অভিনেত্রী ঋত্বিকা, কোন সিনেমায় দেখা মিলবে তাঁর?

Google Oneindia Bengali News

টলিউডের বেশ জনপ্রিয় মুখ অভিনেত্রী ঋত্বিকা সেন। তাঁকে অনেকদিন বড় পর্দায় দেখা যায়নি। যার জন্য বেশ মন খারাপ নায়িকার ভক্তদের। তবে, খুব তাড়াতাড়ি আবারও তাঁর দেখা মিলবে বলে জানা গিয়েছে। তবে, ভাবছেন তো কোন সিনেমায় দেখা মিলবে তাঁর? 'প্রথমবারের প্রথম দেখা’ সিনেমায় তাঁর দেখা মিলবে। অভিনেত্রীর বিপরীতে দেখা মিলবে আর্য দাশগুপ্তের।

দীর্ঘদিন পর ফের বড় পর্দায় অভিনেত্রী ঋত্বিকা, কোন সিনেমায় দেখা মিলবে তাঁর?

আসন্ন সিনেমায় পরিচালকের আসনে বসবেন আকাশ মালাকার। বিদ্যালয় পড়ুয়াদের প্রেম কাহিনী নিয়ে তৈরি হচ্ছে নতুন সিনেমাটি। সিনেমায় নব্বইয়ের দশকের সময় তুলে ধরা হবে। সে সময় মোবাইলের যুগ ছিল না। খাতা , বইয়ের মধ্যে চলত ভালোবাসার কথা আদানপ্রদান। আর সে কথা যদি একবারও বাড়ির কোনও সদস্য জানতে পারবেন তাহলে বাড়ি একেবারে মাথায় তুলতেন, শুধু তাই নয় যে প্রেম করত তাঁর আর রেহাই মিলত না। আসন্ন সিনেমায় এমনই গল্প নিয়ে আসছে। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন। সিনেমার ছবি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রামে। এই খবরে বেশ ভক্তরা।

অপরদিকে, আবার আসছে 'বিবাহ অভিযান টু’। সিনেমাটি পরিচালনা করছেন পরিচালক সায়ন্তন ঘোষাল। সিনেমায় অভিনয় করবেন অঙ্কুশ হাজরা, অনিবার্ণ ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার, নুসরত ফারিয়া, প্রিয়াঙ্কা সরকারকে –সহ অন্যান্যদের।

জানা গিয়েছে, ২০১৯ সালের বিবাহ অভিযানের গল্পের শেষ থেকেই ২০২২ সালের বিবাহ অভিযান টুয়ের শুরু হবে। বিবাহ অভিযান ছবিটি খুব সাফল্য পেয়েছিল। তাই আসন্ন ছবির ওপর একটু বেশী চাপ থাকবে বলে অনেকেই মনে করছেন বিদেশেও এই ছবির শুটিং হতে পারে, এমন ভাবনা আছে বলে জানা গিয়েছে সূত্র মারফত। অপরদিকে, আবারও জুটি বাঁধছেন কৌশানি মুখোপাধ্যায় ও বনি সেনগুপ্ত। আসন্ন সিনেমার নাম 'সব করো প্রেম করো না’। সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক দেবরাজ সিন্হা। তাঁরা ছাড়াও আসন্ন সিনেমায় দেখা মিলবে বিশ্বনাথ বসু ও রজতাভ দত্তের।

তবে কি নিয়ে আসন্ন সিনেমার গল্প? উত্তর কলকাতার বনেদি বাড়ি নিয়ে আসন্ন সিনেমার গল্প। যেখানে চার ভাই বাস করেন একসঙ্গে। তাঁদের সঙ্গে থাকে তার ভাইপো রনি। এই রনি ছোট থেকে তাঁর পরিবারের কথা মেনে চলেন। প্রেম ও বিয়ে এই সব তিনি মাথাতে আনতেন না। একথায় তিনি মেয়েদের ভয় পেতেন।

অফিসের কোনও মহিলা কর্মচারীও তাঁর সঙ্গে কথা বলতে এলে তিনি ভয়ে ছুটে পালানোর চেষ্টা করতেন। তবে তাঁর অফিসেই এক অফিস কলিগ রয়েছেন নাম ঈশা। তিন ভাবেন যে রনি মেয়ে দেখলে কেন এমন করেন? একবার এক ঘটনায় ঈশার সঙ্গে জড়িয়ে পড়েন রনি। তখনও পালিয়ে যেতে চায় রনি। শেষ পর্যন্ত কী হল জানতে হলে আসন্ন সিনেমা দেখতে হবে আপনাদের। দেবার্ঘ মুখোপাধ্যায় নতুন সিনেমার গল্পটি লিখেছেন। অমিত ঈশান ও অদিতি বসু সিনেমার সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন। শুভদীপ নস্কর ফোটোগ্রাফি পরিচালনার দায়িত্বে রয়েছেন।

'‌ডন থ্রি’‌–তে ফের দেখা যাবে শাহরুখকে‌, চিত্রনাট্য লেখার কাজ শুরু করলেন ফারহান আখতার'‌ডন থ্রি’‌–তে ফের দেখা যাবে শাহরুখকে‌, চিত্রনাট্য লেখার কাজ শুরু করলেন ফারহান আখতার

English summary
tollywood actress rittika sen returning to the big screen do you know
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X