For Quick Alerts
For Daily Alerts
বাবা হলেন সোহম, ছেলেকে কোলে নিয়েই চোখ ভিজল আনন্দে!
অভিনন্দন, বাবা হলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা সোহম। বৃহস্পতিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানকে জন্ম দিয়েছেন সোহমের স্ত্রী তানিয়া। মা ও ছেলে দুজনেই ভাল আছে।
ছেলের জন্মের খবর পেয়েই আনন্দে দিশেহারা সোহম । সোহম নিজে জানিয়েছে, এখনও ঘোর কাটিয়ে উঠতে পারছেন না তিনি। সত্যিই তার স্বপ্ন স্বার্থক হয়ে গিয়েছে। তাই প্রথম যখন ছেলেকে কোলে নিয়েছিলেন, আবেগে দুচোখ বেয়ে জল নেমে এসেছিল।

সোহমের কথায়, প্রথম দেখেই মনে হচ্ছিল কতক্ষণে ওকে চটকাবো। কিন্তু ডাক্তার মা ছাড়া কাউকে ওকে ধরতে দিচ্ছিল না। পরিবার, বন্ধু পরিজনদের কাছ থেকে একের পর এক শুভেচ্ছা বার্তা পেয়ে চলেছি। সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।
ছেলের নাম কী রাখবেন ভেবেছেন, প্রশ্নে এককথায় সোহমের উত্তর "সাঁঝ"। ছেলে হওয়ার কথাটা প্রথমেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে জানিয়েছেন সে খবরটাও দিতে ভুললেন না সোহম।