দুর্গা রূপে মিমির ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই নেট পাড়ায় হইচই! শুরু ট্রোল
২০২০ সালের মহালয়ার অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই তোলপাড় পড়ে গিয়েছে টলি পাড়ায়। তাবড় তারকাদের নিয়ে এই বছরের মহালয়া কার্যত মাল্টিস্টারার মহালয়া। স্টার জলসা প্রযোজিত এই মহালয়ায় যে দূর্গার চরিত্রে তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি থাকছেন , তা আগেই জানা গিয়েছিল।

এদিকে, আজ দূর্গা রূপে মিমি চক্রবর্তী তাঁর নিজের ছবি পোস্ট করেন ফেসবুকে। তারপর থেকেই নেট পাড়ায় হইচই। তৃণমূল সাংসদকে ঘিরে একের পর এক কমেন্ট আসতে থাকে ফেসবুকের পোস্টে অনেকেই লিখেছেন, ' আপনি অভিনয় সত্যি খুব সুন্দর করেন , কিন্তু এই চরিত্রের সঙ্গে আপনি কখনোই মানান সই না একদমই না'।
আরও অনেকে লিখেছেন, 'একটাই অনুরোধ দয়া করে কোনোভাবেই তোমার ট্যাটু গুলো এতে শো অফ করতে যেও না|
আসলে, দূর্গা মা কে ওই ভাবে দেখা তো ঠিক অভ্যেস নেই আপামর বাঙালির.. '। মেক আপ নিয়ে মন্তব্য করে অনেকে লিখেছেন, 'চুল গুলাই তো মা দুর্গার মত নয়, কস্টিউম প্ল্যানিং খুব বাজে!!'


উল্লেখ্য়, স্টার জলসার এই মহালয়া অনুষ্ঠানে রামের চরিত্রে থাকছেন জিতু কমল ও সীতার চরিত্রে থাকছেন মধুমিতা সরকার। রাবণ হচ্ছেন রাজেশ শর্মা। গোটা পর্বের পরিচালনায় রয়এছেন স্বনামধন্য পরিচালকত কমলেশ্বর মুখোপাধ্যায়।
#JusticeforSSR প্রচারে সামিল ক্রিকেটার রায়না, দুবাই থেকে ভিডিও পোস্ট