For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘাটালে বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে কোন বার্তা দিলেন দেব! টুইট পোস্ট টলিউড মেগাস্টারের

কথা বলে, রাজনীতির ময়দানে সৌজন্যবোধেই পরিণত রাজনীতিককে চেনা যায়। আর সেই সৌজন্যবোধের রাজনীতিই এবার উঠে এল ঘাটালের সাংসদ দেবের তরফে।

  • |
Google Oneindia Bengali News

কথায় বলে, রাজনীতির ময়দানে সৌজন্যবোধেই পরিণত রাজনীতিককে চেনা যায়। আর সেই সৌজন্যবোধের রাজনীতিই এবার উঠে এল ঘাটালের সাংসদ দেবের তরফে। বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পরই ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের প্রতি একটি টুইট পোস্ট করেন দেব।

ঘাটালে বিজেপি প্রার্থী ভারতীকে কোন বার্তা দিলেন দেব! টুইট পোস্ট টলিউড মেগাস্টারের

টুইট বার্তায় দেব লেখেন,'বিজেপি প্রার্থী শ্রীমতি ভারতী ঘোষ কে শুভেচ্ছা। উনি আমাদের জেলার এস পি ছিলেন, ঘাটালে রাজ্য সরকারের উন্নয়নের কাজে সাহায্যও করেছেন। জেতা হারা পরের কথা, আমরা সব্বাই মিলে আগামী দিনে ঘাটালে উন্নয়নের কাজ চালিয়ে যাব।' এই প্রথমবার নয়, এর আগেও সিপিএম প্রার্থী তপন গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছিলেন দেব।

[আরও পড়ুন: ২০১৯ ভোটের আগে দিল্লির রাজনীতি জমজমাট! বিজেপিতে আজই যোগ দিতে পারেন গৌতম গম্ভীর! ][আরও পড়ুন: ২০১৯ ভোটের আগে দিল্লির রাজনীতি জমজমাট! বিজেপিতে আজই যোগ দিতে পারেন গৌতম গম্ভীর! ]

এর আগেও ঘাটালের কর্মীসভায় এসে দেব রাজনৈতিক হানাহানির বিরোধিতা ছেড়ে কেবলমাত্র উন্নয়নের কথাই দলীয় সদস্যদের সামনে তুলে ধরেন। তিনি বলেন,'কারা কী ভাবল ,বা বলল,তা নিয়ে নজর না দিয়ে কেবল শান্তিপূর্ণভাবে যাতে ভোট হয় সেদিকে নজর রাখতে হবে।' পাশাপাশি তিনি দাবি করেন, মানুষ যাঁকে চাইবে তাঁকেই ভোট দেবে।

[আরও পড়ুন: ২০১৯ ভোটের আগে দিল্লির রাজনীতি জমজমাট! বিজেপিতে আজই যোগ দিতে পারেন গৌতম গম্ভীর ][আরও পড়ুন: ২০১৯ ভোটের আগে দিল্লির রাজনীতি জমজমাট! বিজেপিতে আজই যোগ দিতে পারেন গৌতম গম্ভীর ]

[আরও পড়ুন: কোচবিহারে 'জেলা বিজেপি'র আলাদা প্রার্থী লড়বেন ভোটযুদ্ধে! কোন তথ্য উঠে আসছে ][আরও পড়ুন: কোচবিহারে 'জেলা বিজেপি'র আলাদা প্রার্থী লড়বেন ভোটযুদ্ধে! কোন তথ্য উঠে আসছে ]

English summary
TMC candidate Dev tweets on Bharati Ghosh, here what he said.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X