
প্রকাশিত হল টাইগার শ্রফের 'মুন্না মাইকেল' সিনেমার প্রথম লুক
টাইগার শ্রফের ভক্তদের জন্য রয়েছে সুখবর। টাইগার তার আগামী ছবির প্রথম লুক প্রকাশ করলেন নিজের টুইটার অ্যাকাউন্টে। টাইগারের আগামী ছবির নাম 'মুন্না মাইকেল'। এই ছবিটি বিশ্ব বিখ্যাত ডান্সার মাইকেল জ্যাকসনকে ট্রিবিউট দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে। [টাইগার ভগিনীর 'টপলেস' ছবিতে তোলপাড় সব তল্লাট!]
অভিনয় দক্ষতার পাশাপাশি নাচের দক্ষতার জন্য টাইগার বিপুল জনপ্রিয়তা রয়েছে। এদিন 'মুন্না মাইকেল'এর প্রথম লুক টুইটারে প্রকাশ করে এই অভিনেতা লেখেন, "যত কঠিন বা কঠোর গন্তব্য হোক তার প্রতিমূহুর্ত উপভোগ করছি।" [(ছবি) টাইগারের সঙ্গে সম্পর্ক নিয়ে কি বললেন দিশা পাটানি !]

সাব্বির খান পরিচালিত 'মুন্না মাইকেল' সিনেমাটি মাইকেল জ্যাকসনের একজন বড় ভক্তের জীবনের গল্প নিয়ে। সিনেমায় সেই বড় ভক্তটি আর অন্য কেউ নয় টাইগার নিজেই। ছবিতে মুম্বইয়ের রাস্তায় বেড়ে ওঠা একটি ছেল কিভাবে বড় ডান্সার হয়ে উঠল সেই গল্প নিয়েই তৈরি হয়েছে সিনেমাটি। মুম্বইতে এই সিনেমাটির শ্যুটিং চলছে। শোনা যাচ্ছে ২০১৭ সালে সিনেমাটি মুক্তি পেতে পারে।
উল্লেখ্য টাইগার শেষ কাজ করেছেন রেমো ডিসুজা পরিচালিত ফ্লাইং জাঠ সিনেমায়। বক্স অফিসে খুব একটা সাফল্য পায়নি সিনেমাটি। তাই নতুন ছবি যাতে হিট হয় তার এখন বাড়তি চাপ রয়েছে টাইগারের উপর। এই সিনেমাটি ছাড়াও টাইগার 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২ ' তেও অভিনয় করছেন বলে জানা গিয়েছে। যদিও এই সিমেনাটির শ্যুটিং শুরু হতে এখনও দেরি রয়েছে।