বলিউড সিনেমায় মনোজ বাজপেয়ীর বিপরীতে অভিনয় করবেন টলিউডের এই অভিনেত্রী
এবার বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ির সঙ্গে স্ক্রিন ভাগ করে নেবেন টলিউডের অভিনেত্রী ঋ সেন ওরফে ঋতুপর্না সেন। ইতিমধ্যেই 'তিতলি’র পরিচালক কানু বহেল তাঁর পরের ছবি 'ডেসপ্যাচ’-এর শুটিং শুরু করে দিয়েছেন নায়ক মনোজ বাজপেয়ীকে নিয়ে। এই সিনেমায় মনোজ বাজপেয়ী একজন ক্রাইম সাংবাদিকের ভূমিকায় অভিনয় করবেন।

কিছুদিন যাবৎ টলিপাড়ার অভিনেত্রী ঋ–কে কলকাতার অভিনয় সার্কিটে দেখা যাচ্ছিল না। তাঁর নতুন ইনস্টা–হ্যান্ডলে সব পোস্ট এখন মুম্বই থেকে। তিনি কি তাহলে মুম্বইতে শিফ্ট করলেন? প্রশ্নের উত্তরে ফোনে 'ঋ’ বলেন, 'আমি শিফ্ট করিনি। এখন মুম্বইয়ে কাজ, তাই এখানে আছি। আমি একজন অভিনেতা, যেখানে যেমন কাজ পাব করব।’ গতবছর অক্টোবর নাগাদ কানু বহেলের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তাঁর সঙ্গে যোগাযোগ করেন বলে জানান ঋ।
এই ছবিতে ঋ মনোজ বাজপেয়ীর মতোই ক্রাইম রিপোর্টারের ভূমিকায় অভিয় করছেন। দু’মাস ধরে মুম্বইয়ে ওয়ার্কশপ করছেন ঋ। হিন্দি ক্লাস করা, থানায় গিয়ে কথা বলা, একজন ক্রাইম রিপোর্টারকে যা যা করতে হয়, সব কিছুরই প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী। মনোজ বাজপেয়ীর সঙ্গেও ওয়ার্কশপ করেছেন।
