For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মোগলি'! নস্টালজিয়া উস্কে আবারও ট্রেলারেই মাত কিপলিং-এর গল্প, দেখুন ভিডিও

নব্বইয়ের দশকে বেড়ে ওঠা একটা প্রজন্মের কাছে 'মোগলি' নামটাই যথেষ্ট! এই নামের সঙ্গেউ জড়িয়ে থাকে,ছোটবেলায় পেরিয়ে আসা রবিবারগুলোর স্মৃতি।

Google Oneindia Bengali News

নব্বইয়ের দশকে বেড়ে ওঠা একটা প্রজন্মের কাছে 'মোগলি' নামটাই যথেষ্ট! এই নামের সঙ্গেউ জড়িয়ে থাকে,ছোটবেলায় পেরিয়ে আসা রবিবারগুলোর স্মৃতি। এক কাল্পনিক চরিত্রের শিশুকে অ্যানিমেশনের পর্দায় দেখে , তার আদবকায়দা নকল করেছে সে যুগে বেড়ে ওঠা অনেক শিশুই। এবার সেই 'মোগলি' ফিরছে! থ্রিডি তে ধরা দেবে মোগলির জঙ্গলের সাম্রাজ্য। সৌজন্যে ওয়াল্ট ডিজনি।

মোগলি! নস্টালজিয়া উস্কে আবারও ট্রেলারেই মাত কিপলিং-এর গল্প, দেখুন ভিডিও

মোগলি! নস্টালজিয়া উস্কে আবারও ট্রেলারেই মাত কিপলিং-এর গল্প, দেখুন ভিডিও

সেই জঙ্গলের সাম্রাজ্য, সেই শের খান সেই বাঘিরা, .. থাকছে বালু, আকেলারা আর সঙ্গে মোগলি! 'জঙ্গলবুক' নিয়ে যাবতীয় নস্টালজিয়া উস্কে মুক্তি পেতে চলেছে 'মোগলি'। আগামী ১৯ অক্টোবর ছবিটি মুক্তি পাচ্ছে থ্রিডিতে। ছবিতে শের খানের ভূমিকায় কণ্ঠস্বর রয়েছে বেনেডিক্ট কাম্বারব্যাচের। ক্রিশ্চিয়ান বেলের কণ্ঠস্বর রয়েছে বাঘিরার ভূমিকায়। জ্যাক রেনরকে দেখা যাবে 'মোগলি'-র ভূমিকায়। ছবিতে রয়েছেন ফ্রেইডা পিন্টোও। সব মিলিয়ে জমজমাট 'মোগলি'-র ট্রেলার।

মোগলি! নস্টালজিয়া উস্কে আবারও ট্রেলারেই মাত কিপলিং-এর গল্প, দেখুন ভিডিও

মোগলি! নস্টালজিয়া উস্কে আবারও ট্রেলারেই মাত কিপলিং-এর গল্প, দেখুন ভিডিও

উল্লেখ্য, ঊনিশ শতকের প্রেক্ষাপটে এক শিশুর ঘটনা নিয়েই এই ছবি। যে শিশুর বেড়ে ওঠা অরণ্যে। অরণ্যের প্রকৃতির মধ্যে একাত্ম হয়ে ওঠা এক শিশুর গল্প বলেছে এই ছবি। বিভিন্ন পরিস্থিতিতে জীবনযুদ্ধে লড়াইয়ের গল্প বলবে মোগলি। থ্রিডিতে এই গল্প দেখার জন্য় অপেক্ষা করতে হবে আগামী ১৯ অক্টোবর পর্যন্ত। অনেকেই মনে করছেন কিপলিং এর লেখা 'জঙ্গলবুক' -এর পরবর্তী ধাপের এই ছবি আবারও মন মাতাতে চলেছে আট থেকে আশির।

English summary
This darker retelling of The Jungle Book featuring Christian Bale, Benedict Cumberbatch looks engaging.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X