করিনাকে স্ত্রী হিসাবে চান বলিউডের এই 'হার্টথ্রব'! সারা সম্পর্কেও অবাক করা ইচ্ছের কথা জানালেন তারকা
সইফ আলি খান শুনতে পেয়েছেন কিনা জানা নেই! তবে, নবাব বাড়ির দুই মহিলা আপাতত খবরে। একজন নবাব বেগম করিনা অন্যজন নবাব কন্যা সারা আলি খান। আর ঘটনার সূত্রপাত করণ জোহরের বিতর্কিত শো 'কফি উইথ করণ'।

শো-তে আমন্ত্রিত হিসাবে এসেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। আর বলিউডের এই লেটেস্ট হার্টথ্রবই এবার বলে বসেন করিনাকে নিয়ে চাঞ্চল্যকর বক্তব্য। অনুষ্ঠানে মজার ছলে সিদ্ধার্থ করণকে জানান, তিনি করিনা কাপুরকে স্ত্রী হিসাবে চান। তবে,সইফ কন্যা সারা আলি খানকে তিনি বোন হিসাবে পাশে পেতে চান। 'কফি উইথ করণ' অনুষ্ঠানের পরবর্তী পর্বে সিদ্ধার্থ মালহোত্রা ও আদিত্য রয় কাপুরকে দেখা যাবে। আর সেখানেই সিদ্ধার্থ এই মন্তব্যটি করেছে।
Partners in crime @SidMalhotra and Aditya Roy Kapur take the Koffee couch this week. #KoffeeWithKaran #KoffeeWithSidharth #KoffeeWithAditya pic.twitter.com/wvBkupn2et
— Star World (@StarWorldIndia) January 27, 2019
[আরও পড়ুন:অমিতাভের সামনে রেখা! ছবি দেখে চমকে গিয়ে কী করে ফেললেন অভিনেত্রী, দেখুন ভিডিও ]
সিদ্ধার্থের এই মন্তব্যের ভিডিও আপাতত নেট দুনিয়ায় ট্রেন্ডিং এ। অনুষ্ঠানে সিদ্ধার্থ , কিয়ারা আদবানীর সঙ্গে প্রেমের সম্পর্কের খবরও নস্যাৎ করেছেন। তিনি জানান, কোনওদিন সম্পর্কে জড়ালে , তিনি সেটা মিডিয়াকে জানাবেন। তবে এখনও কোনও প্রেমের সম্পর্কের মধ্যে নেই সিদ্ধার্থ।
[আরও পড়ুন: পাকিস্তানী গায়ক রাহাত ফতেহ আলি খানকে নোটিস! স্মাগলিং নিয়ে বড়সড় অভিযোগ ]