For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চুনিকে হারাল বাংলা, প্রয়াত হলেন বিপ্লবকেতন চক্রবর্তী

বাংলা টেলি জগতে তিনি পরিচিতি পেয়েছিলেন চুনি হিসাবে। চুনি-পান্না সিরিয়ালের জন্য। পান্না - দ্বিজেন বন্দ্যোপাধ্যায় আগেই গত হয়েছেন। এবার পরলোকে পাড়ি দিলেন বিপ্লবকেতন চক্রবর্তীও।

  • |
Google Oneindia Bengali News

বাংলা টেলি জগতে তিনি পরিচিতি পেয়েছিলেন চুনি হিসাবে। চুনি-পান্না সিরিয়ালের জন্য। পান্না - দ্বিজেন বন্দ্যোপাধ্যায় আগেই গত হয়েছেন। এবার পরলোকে পাড়ি দিলেন বিপ্লবকেতন চক্রবর্তীও। বাংলার নাট্যজত, টেলি জগত তথা সিনেমা জগতের এক অনন্য রত্ন বিদায় নিলেন সন্দেহ নেই।

চুনিকে হারাল বাংলা, প্রয়াত হলেন বিপ্লবকেতন চক্রবর্তী

লিভারের সমস্যায় বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন বিপ্লবকেতন। সমস্যা বেড়ে যাওয়ায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তিও হয়েছিলেন। তবে এদিন ভোরে নিজের ঢাকুরিয়ার বাড়িতে প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

মূলত নাটক-থিয়েটার জগতের মানুষ বিপ্লবকেতন টেলিভিশনেও দারুণ সফল হন। ১৯৭২ সালে চেতনা নাট্যগোষ্ঠীর হাত ধরে নাটকের সঙ্গে জড়িয়ে পড়েন। তারপরে দীর্ঘ দুই দশক পরে নিজের নাট্যদল থিয়েটারওয়ালা তৈরি করেন বিপ্লবকেতন। সেখানেও দারুণ সফ হন।

এর পাশাপাশি জন্মভূমি, চুনিপান্নার মতো সিরিয়াল তাঁকে দারুণ খ্যাতি এনে দেয়। কয়েকটি ছবিতেও অভিনয় করেছেন তিনি। এদিন কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে গিয়ে অভিনেতার শেষকৃত্য করা হবে বলে পরিবারের তরফে জানানো হয়েছে।

English summary
Theatre and tele artist Biplab Ketan Chakraborty dies in Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X