For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আতঙ্কে গোটা দেশ, দেশবাসীর পাশে সাহস জোগাতে দাঁড়াল বলিউড

Google Oneindia Bengali News

‌করোনা ভাইরাসকে মহামারির অ্যাখা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আতঙ্কিত হয়ে রয়েছে গোটা দেশ। এই সময় দেশবাসীর পাশে এসে দাঁড়ালেন বলিউড সেলেবরা। অভিষেক বচ্চন, অমিতাভ বচ্চন, সোনাক্ষী সিনহা, বরুণ ধাওয়ানের মতো জনপ্রিয় অভিনেতারা দায়িত্ব নিয়ে জানাচ্ছেন যাতে সকলে নিরাপদে থাকেন, আগাম সতর্কতা গ্রহণ করেন এবং অযথা আতঙ্কিত না হন। তাঁরা এও জানিয়েছেন যে গুজব থেকে যেন সকলে দূরে থাকেন।

করোনা আতঙ্কে গোটা দেশ

শনিবার অভিষেক বচ্চন মাস্ক পড়ে, নিজের সেলফি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করে লেখেন, '‌নিরাপদে থাকুন।’‌ অন্যদিকে করিনা কাপুর এই সংক্রমক নিয়ে যে ভুল ধারণা রোজ জন্ম নিচ্ছে তা নিয়ে তিনি সরব হন। করিনা লেকেন, '‌প্রত্যেক মিনিটে নতুন নতুন কত তথ্য আসছে এবং সেটা সকলের জন্য ভয়ানক কিন্তু আমাদের সটিকভাবে যাচাই করে ঠিক তথ্যটি বের করে আনতে হবে। অযথা আতঙ্কিত হবেন না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্যকে আতঙ্কিত করবেন না। আপনার প্রতিক্রিয়া আপনার আশেপাশের মানুষকে প্রভাবিত করতে পারে।’‌

মাস্ক পরে সোনাক্ষীও নিজের সেলফি তোলেন এবং ইনস্টাগ্রামে লেখেন, '‌করোনা ভাইরাস নিয়ে বিশ্ব লড়াই করছে, আসুন আমরা নিশ্চিত করি যে কোনও ভুল তথ্য মাথা চাড়া দিয়ে উঠতে দেব না। নিরাপদে থাকুন, জরুরি আগাম সতর্কতা গ্রহণ করুন এবং দায়িত্ববান হন। আতঙ্কিত হবেন না।’‌ লখনউতে শুটিংয়ের ফাঁকে মাস্ক পরে কার্তিক আরিয়ান একটি ভিডিও শেয়ার করেন ইনস্টাতে। যেখানে তিনি অন্য টিম সদস্যদের সঙ্গে মাস্ক পরে হেঁটে যাচ্ছেন। অভিনেতা এই ভিডিওটির ক্যাপশন দিয়েছেন '‌নিরাপদে থাকুন সকলে। চাপ নেবেন না।’‌

এর আগে অমিতাভ বচ্চন, অনুপম খেরকেও করোনা ভাইরাস নিয়ে ভিডিও শেয়ার করতে দেখা গিয়েছে। প্রত্যেকেই দেশবাসীর কাছে আতঙ্কিত না হওয়ার জন্য আবেদন করছেন। যদিও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে দু’‌জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

English summary
Bollywood celebrities appeal fans, to stop panicking, they post on social media
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X