For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত, কৃষক আন্দোলন নিয়ে এবার সরব হলেন সলমন খান

কৃষক আন্দোলন নিয়ে এবার সরব হলেন সলমন খান

Google Oneindia Bengali News

কৃষকদের প্রতিবাদে বলিউডের প্রতিক্রিয়া তালিকায় এবার যোগ হলেন বি টাউনের তারকা সলমন খানও। প্রসঙ্গত, আন্তর্জাতিক পপ স্টার রিহানা এই আন্দোলনের সমর্থনে টুইট করেন। এই টুইটের পর অনেক বলিউড তারকাই সরকারের সমর্থনে এটুইট করেন। তবে বলিউড ভাইজান কিন্তু সেই দলে ভিড়লেন না, বরং সংশ্লিষ্ট ইস্যুতে হাঁটলেন খানিক অন্যপথে। সল্লু মিঞাও সমর্থন করেছেন সরকারকেই তবে এও জানিয়েছেন যে এই সমস্যাটি মিটিয়ে নেওয়াই হল সেরা উপায়।

সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত, কৃষক আন্দোলন নিয়ে এবার সরব হলেন সলমন খান

বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সুপারস্টার সলমন খান কৃষক আন্দোলন প্রসঙ্গে কথা বলেন। তিনি বলেন, '‌যে সিদ্ধান্ত নিলে ভাল হয়, সেটাই করা উচিত। সবচাইতে সঠিক সিদ্ধান্তই নেওয়া উচিত। সবথেকে মহৎ কাজটাই করা উচিত।’‌ তবে তাঁর বক্তব্যে এই 'মহৎ’ কাজের উল্লেখকেই অনুরাগীদের একাংশ ধরে নিয়েছেন যে, তিনি কৃষকদের সমর্থনেই কথাটা বলেছেন। প্রসঙ্গত, এর আগে নিজের পানভেলের ফার্মহাউসে চাষ করার ছবি আপলোড করে দেশের অন্নদাতাদের সম্মান জানিয়েছিলেন তিনি। বলেছিলেন, '‌জয় জওয়ান, জয় কিষাণ।’‌

এর আগে বলিউডের অক্ষয় কুমার, অজয় দেবগণ, করণ জোহর, কঙ্গনা রানাওয়াত, সুনীল শেট্টি সহ অন্যান্যরা একই টুইট করেছিলেন, তবে এর পাশাপাশি তাঁরা এও জানিয়েছিলেন যে বিদেশি ভারত-বিরোধী মিথ্যা কোনও প্রোপাগান্ডার ফাঁদে পা দেওয়া উচিত নয়। একত্রিত হয়ে এই বিদেশি অপপ্রচার রুখতে হবে। পরিচালক করণ জোহর কৃষকদের ভারতের মেরুদণ্ড বলে অ্যাখা দিয়েছেন। তিনি বলেছেন, 'আমরা অশান্ত সময়ে বেঁচে রয়েছি এবং সময়ের প্রয়োজন হল প্রতিটি বিপরীতে বিচক্ষণতা ও ধৈর্য।‌ আসুন সকলে একত্রিত হই, সকলের জন্য কাজে লাগে এরকম সমাধান খোঁচার প্রচেষ্টা চালাই। কৃষকরা আমাদের দেশের মেরুদণ্ড। কেউ যাতে আমাদের বিভক্ত করতে পারে।’‌

সলমন খান এখন অন্তিম ছবির শুটিং নিয়ে ব্যস্ত র‌য়েছেন, এই ছবিতে সলমনের সঙ্গে অভনয় করবেন আয়ুশ শর্মা। এ বছরের ইদে মুক্তি পেতে চলেছে অভিনেতা প্রতীক্ষিত ছবি রাধে:‌ ইউর মোস্ট ওয়ান্টেড ভাই। এছাড়াও সলমনের আসন্ন অন্যান ছবিগুলি হল অন্তিম, টাইগার ৩, কিক ২ এবং কভি ইদ কভি দিওয়ালি।

মুকুলের জোরদার আক্রমণের মুখে ডিফেন্সে জোর, কাউন্টার অ্যাটাকের অপেক্ষায় পিকেমুকুলের জোরদার আক্রমণের মুখে ডিফেন্সে জোর, কাউন্টার অ্যাটাকের অপেক্ষায় পিকে

English summary
Bollywood superstar Salman Khan reacts to the farmers' protest this time
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X