আবার 'আমিরি' চমক! ফিল্মের লুক নয়, তবে এই ভিডিও না দেখলে বড় 'মিস'
আমির খান এই মুহুর্তে ইন্টারনেটে সবচেয়ে বেশি 'ট্রেন্ডিং' ব্যক্তিত্ব। না!' ঠগস অফ হিন্দোস্তান ' ছবির ফাঁস হয়ে যাওয়া ছবির দৌলতে নয়, আমিরের নয়া লুক -ই এখন আবারও তাঁকে খবরের শিরোনামে নিয়ে এসেছে। এমনিতেই বলিউডের মিস্টার পারফেকশনিস্ট যা করেন , তা নিপুণভাবে করেন। এমনকি বিজ্ঞপন-এর জন্যো পাল্টে পেলতে পারেন নিজের চেহারা।

[আরও পড়ুন:চিনতে পারছেন এনাকে! 'লিক' হল 'ঠগস অফ হিন্দোস্তান' -এর কিছু তাক লাগানো ছবি]
সাম্প্রতিক ভিভো -র বিজ্ঞাপনে একটি ভিডিও টুইট করা হয়। সেখানে হ্যাশট্যাগ দিয়ে লেখা থাকে আমির উইথ ভিভো। সেই ভিডিও-তেই আমিরের এই নতুন লুক-এ এক্কেবারে অবাক করে দেয় সকলকে! ভিডিওটি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় তা প্রভুত পরিমাণে শেয়ার হতে থাকে। ফলে মুহুর্তে ইন্টারনেটে আমির খান সবচেয়ে ট্রেন্ডিং ব্যক্তিত্ব হয়ে যান।
He’s a man who always does more than what’s expected of him. Meet the new face of Vivo. Welcome to the family @aamir_khan. #MadeForMore #AamirWithVivo pic.twitter.com/FIleUFWHA6
— Vivo India (@Vivo_India) March 19, 2018
আমির নিজের চরিত্র চয়নের ক্ষেত্রে যেমন খুবই বাছাই করেন , তেমনই ব্র্যান্ডের ক্ষেত্রেও তিনি বেশ সতর্ক। কোন ব্র্যান্ডের সঙ্গে কাজ করবেন আর কোন ব্র্যান্ডের সঙ্গে কাজ করবেন না সেক্ষেত্রে খুবই যত্নবান আমির। সেদিক দিয়ে ভিভো নিজেকে ভাগ্যবান বলেই মনে করছে।