দেশভক্তি নিয়ে বলিউডে স্মরণীয় এই সংলাপগুলি উঠে এসেছে শাহরুখ-অক্ষয়দের মাধ্যমে
গোটা দেশ আজ স্বাধীনতা দিবসের আনন্দে মাতোয়ারা। দেশের বিভিন্ন অংশে আজ পালিত হচ্ছে স্বাধীনতা দিবস উপলক্ষ্য়ে নানা অনুষ্ঠান। দেশভক্তির আবহে দেখে নেওয়া যাক বলিউের কয়েকটি সেরা সংলাপ যা বিভিন্ন সময়ে উঠে এসেছে নামী তারকাদের মুখে।

শাহরুখ খান
'চক দে ইন্ডিয়া' ছবিতে হকি টিমের কোচ কবীর খানের ভূমিকায় ছিলেন শাহরুখ। সেখানে একটি বিখ্যাত সংলাপ উঠে আসে তাঁর শাহরুখ অভিনীত চরিত্রটির মুখে 'কোনও রাজ্যের নাম না শুনতে পাই না দেখতে পাই,শুধু একটা দেশের নাম শুনি.. ইন্ডিয়া '।

সুনীল শেট্টি
'বর্ডার' ছবিতে এক ভারতীয় সেনা জওয়ানের ভূমিকায় ছিলেন সুনীল শেট্টি। সেই চরিত্রটির মুখে উঠে আসে, 'আমরা তো অন্যের মাটিতেও নজর দিই না..তবে এতটাই অপদার্থ নই যে কেউ আমাদের দেশমাতৃকার ওপর নজর দেয় আর আমরা চুপচাপ থাকি...' ।

অক্ষয় কুমার
'বেবি ' ছবিতে অক্ষয় কুমারের একটি বিখ্যাত সংলাপ রয়েছে। 'রিলিজিয়নের কলামে আমরা বোল্ড এ ক্যাপিটাল অক্ষরে লিখি ইন্ডিয়ান..', অক্ষয়ের এই সংলাপ মন ছুঁয়ে যায় প্রতিটি ভারতবাসীর।

অনিল কাপুর
'পুকার ' ছবিতে অনিল কাপুর অভিনয় করেছিলেন এক সেনা জওয়ানের ভূমিকায়। সেখানে তাঁর একটি বিখ্যাত সংলাপ ছিল ,'এটা বীর শিবাজী, রাণাপ্রতাপের মতো বাহাদুরদের দেশ.. আমাদের কেউ ভাঙতে পারবে না .. আমরা একজোট থাকব আর শত্রুদের একযোগে মারব।'