• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'দ্য লায়ন কিং' এর আসল সিম্বা কে! 'নেপথ্য নায়ক' এর ভিডিও ভাইরাল

'দ্যা লায়ন কিং' এর সিম্বার সিংহ-বিক্রম এতদিনে মুগ্ধ করেছে অনেককেই। অনেকেই ছোট্ট ডিজনির সাম্প্রতিকতম ছবির সিম্বার ফ্যান হয়ে গিয়েছেন। ২৫ বছর আগে যাঁরা এই ছবি দেখেছিলেন তাঁদের কাছে সিম্বা ছিল অ্যানিমেশনে দেখা কার্টুন চরিত্র। আর ২০১৯ এর 'দ্য় লায়ন কিং'এর সিম্বা যেন ৭০ এমএম এর স্ক্রিনে রক্ত মাংসের প্রাণী! আর এই সিম্বার আসল রূপই এবার এলো প্রকাশ্যে।

দ্য লায়ন কিং এর আসল সিম্বা কে! নেপথ্য নায়ক এর ভিডিও ভাইরাল

জানেন কি , সদ্য 'দ্য লায়ন কিং' ছবিতে যে সিম্বাকে দেখে এসেছেন সেই খুদে সিংহটি আসলে কে? সম্প্রতিক এক ভিডিওতে দেখা গিয়েছে সেই আসল 'নেপথ্য নায়ক' কে। মডেল হিসাবে ছবিতে ছোট্ট সিম্বার রূপে যাকে তুলে ধরা হয় তার নাম বাহাতি। ডালাসের চিড়িয়াখানায় এই বাহাতির বাস। সেখান থেকেই তাকে নিয়ে এসে ছবির কাজ হয়েছে।

ইন্টারনেটে এই ভিডিও ঘিরে নেটিজেনদের প্রশ্ন বাহাতি নাকি সিম্বা.. কে বেশি 'কিউট'! তবে এতশত জানানেই ছোট্ট বাহাতির। একমাসের এই সিংহ শাবক জানেওনা যে সে রাতারাতি সেলেব হয়ে গিয়েছে। ছোট্ট বাহাতি আপাতত মশগুল নিজের দুনিয়ায়, নিজের খেলায়!

English summary
The Lion King's model cub gone viral with this cute video
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X