For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঋষি কাপুর থেকে সুশান্ত সিং রাজপুত, মৃত্যুর পর মুক্তি পেয়েছে এই সকল তারকাদের শেষ ছবি

তারকাদের শেষ ছবি ঋষি কাপুর থেকে সুশান্ত সিং রাজপুত, মৃত্যুর পর মুক্তি পেয়েছে এই সকল তারকাদের শেষ ছবি

Google Oneindia Bengali News

দেখতে দেখতে কাটতে চলেছে ২টো বছর। আমাদের ছেড়ে চলে গিয়েছেন তাঁরা। ২০২০ সাল যে সত্যিই বিষাক্ত বছর ছিল তা বোঝা যায় একের পর এক নক্ষত্র পতন থেকেই। বছরের প্রথমেই বাংলার অভিনেতা তাপস পাল, ইরফান খান, ঋষি কাপুর ছেড়ে চলে যান সকলকে। আর তারপর ধোনি খ্যাত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আচমকা অস্বাভাবিক মৃত্যুতে এককথায় ঝড় ওঠে গোটা দেশ জুড়ে। আর এরপরেই চলে যান বাংলার অদ্বৈত নায়ক সৌমিত্র চট্টোপাধ্যায়। আর এবার মুক্তি পাচ্ছে ঋষি কাপুর অভিনীত 'শর্মাজি নমকিন' এবং খুব তাড়াতাড়ি মুক্তি পাবে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত ছবি 'বেলাশুরু'। তবে এইসব কিংবদন্তীরাই নন, এর আগেও অনেক তারকাদের ছবি মুক্তি পেয়েছে তাঁদের মৃত্যুর পর।

দিব্যা ভারতী

দিব্যা ভারতী

অভিনেত্রী দিব্যা ভারতী যতদিন বেঁচে ছিলেন ততদিন সুপারস্টার ছিলেন কিন্তু বহুতল ফ্ল্যাটের ঘরের বারান্দা থেকে পড়ে মৃত্যু হয় দিব্যা ভারতীর। সেই সময় তিনি অনেক ছবির শুটিং করছিলেন এবং অনেক ছবির কাজ শেষও করে ফেলেছিলেন। যে সকল ছবিতে সবে কাজ শুরু করেছিলেন দিব্যা সেখানে অন্যান্য অভিনেত্রীদের নেওয়া হলেও কয়েকটি ছবি নিজেই শেষ করে গিয়েছিলেন সেই সময়ে বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী। 'রং' এবং 'দাবা' এই দুটি ছবি ছিল দিব্যার মৃত্যুর পর মুক্তিপ্রাপ্ত ছবি।

শ্রীদেবী

শ্রীদেবী

বলিউডের 'হাওয়া হাওয়াই গার্ল' জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুর খবর হঠাৎ করেই পান ফ্যানেরা। সেই খবর নারা দিয়ে গিয়েছিল আপামর সিনেপ্রেমীদের। মৃত্যুর আগে তিনি শাহরুখ খান অভিনীত 'জিরো' ছবিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন। যা তাঁর মৃত্যুর ১০ মাস পর মুক্তি পায়।

সুশান্ত সিং রাজপুত

সুশান্ত সিং রাজপুত

২০২০ সালের অন্যতম তোলপাড় করা ঘটনা হল অভিনেতা সুশান্ত সিং রাজপুতের চলে যাওয়া। তাঁর সেই অস্বাভাবিক মৃত্যুর প্রভাব ঘূর্ণিঝড়ের মত আছড়ে পড়েছে গোটা দেশ জুড়ে। এবং যার রেশ এখনও একটুও কমে যায়নি। বলিউডের নেপোটিজম থেকে শুরু করে বলিউডের ড্রাগ মাফিয়াদের কালো সত্য একের পর এক সকলের সামনে এসেছে সুশান্তের প্রাণের বিনিময়ে। মুকেশ ছাবরা পরিচালিত 'দিল বেচারা' ছিল সুশান্তের শেষ ছবি, যা তাঁর চলে যাওয়ার মাস খানেক পর মুক্তি পায়। সবথেকে বেশিবার দেখা মুভি ট্রেলার, প্রথম দিনে সবথেকে বেশি সংখ্যক দর্শকের দেখা সিনেমা, সবথেকে বেশিবার সার্চ হওয়া গান সহ একাধিক রেকর্ড ভেঙেছে এই ছবি।

শাম্মি কাপুর

শাম্মি কাপুর

হলিউডের টুইস্ট, রক অ্যান্ড রোলের নায়ক যদি হয়ে থাকেন এলভিস প্রেসলি, তাহলে বলিউডের ক্ষেত্রে নিঃসন্দেহে সেই নাম আসবে শাম্মি কাপুরের। হিন্দি ছবিতে নাচের প্রবর্তন এককথায় হয়েছিল তাঁর হাত ধরেই। ২০১১ সালে শাম্মি কাপুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবং শেষ ছবি হিসেবে 'রকস্টার' চলচ্চিত্রটি তাঁর মৃত্যুর পর মুক্তি পায়।

রাজেশ খন্না

রাজেশ খন্না

হিন্দি সিনেমার অন্যতম মহা তারকা রাজেশ খন্না ছিলেন ৬০ ও ৭০ দশকের সবথেকে হিট নায়ক। একের পর এক স্বর্ণালী ছবি তিনি উপহার দিয়েছেন দর্শকদের। ২০১২ সালে অন্তিম শ্বাস নেন সকলের প্রিয় 'কাকা'। এরপর ২০১৪ সালে তাঁর শেষ ছবি 'রিয়াসত' মুক্তি পায়।

নোনতা–মিষ্টিতে ভরপুর শর্মাজি নমকিন, ‌প্রয়াত ঋষি কাপুরকে শ্রদ্ধা পরেশ রাওয়ালেরনোনতা–মিষ্টিতে ভরপুর শর্মাজি নমকিন, ‌প্রয়াত ঋষি কাপুরকে শ্রদ্ধা পরেশ রাওয়ালের

English summary
the last pictures of all these stars have been released after their death
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X