For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বাধীনতা সংগ্রাম থেকে পরিবার, প্রকাশিত হল সেদিন কুয়াশা ছিল ছবির ফার্স্ট লুক

স্বাধীনতা সংগ্রাম থেকে পরিবার, প্রকাশিত হল সেদিন কুয়াশা ছিল ছবির ফার্স্ট লুক

Google Oneindia Bengali News

আসতে চলেছে আগামী বাংলা সিনেমা সেদিন কুয়াশা ছিল। সিনেমার গল্প মূলত স্বাধীনতার পূর্বে ঘটনা সেই প্রেক্ষাপট ক্যামেরাবন্দি করা হয়েছে যখন স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত মানুষ তারা স্বাধীনতার জন্য ঘর থেকে বেরিয়ে আসত কিন্তু তাদের প্রিয় জন যেমন বাবা-মা আত্মীয়-স্বজন তাদের ঘরে ফিরে তাদের ঘরে ফেলেছে প্রতীক্ষা। এবং সেই যন্ত্রণা এবং স্বাধীনতা সংগ্রামে নেতাজীর ভূমিকা, যা এখনও পর্যন্ত ইতিহাসের পাতায় কিছুটা রহস্যময় অধ্যায়। সেই সঙ্গে হাজার হাজার স্বাধীনতা সংগ্রামীর কথাও সেই ভাবে তুলে ধরা হয়নি এই ছবি প্রথম গল্পটির তাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য হতে চলেছে বলে জানিয়েছেন ছবির নির্মাতারা।

স্বাধীনতা সংগ্রামের কাহিনি

স্বাধীনতা সংগ্রামের কাহিনি

দিনের-পর-দিন স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত থাকা মানুষগুলোর ঘরে ফেরার প্রতীক্ষায় তাদের রাতের পর রাত জেগেই কাটিয়ে দেওয়া হয়ত বা ইতিহাসে পাতা কোনদিন পাইনি হয়তো পাবেও না কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে তাদের ভূমিকা অনস্বীকার্য এইরকম এক মহিলা তার স্বামী এবং এক অতিথি বিপ্লবী তিনজনের টানাপোড়েনের গল্প গল্পে প্রতিটি পর্যায়ে উঠে আসে সেই সময় স্বাধীনতার শর্তযুক্ত মানুষগুলো শুধু নয় তাদের ঘরের মানুষগুলো পরিবার-পরিজন তাদের দুঃখ-দুর্দশা চাওয়া না পাওয়ার যন্ত্রণা এবং এবং এবং তার সাথে ফুটে ওঠে বিশ্বাস লড়াই করা আর সর্বোপরি স্বাধীনতা আসবি কি আসবি না জেনেও নিজের সবটুকু উজাড় করে লড়ে যাওয়ার মানসিকতা এই গল্প সেই সব ঘটনার এক জ্বলন্ত দলিল। এই ছবিতে শৌরসেনীর স্বামী ভূমিকায় অভিনয় করেছেন সবুজ বর্ধন। আর এই সিনেমার প্রথম গল্পে অভিনয়ের প্রথম লুক প্রকাশিত হল।

 সেদিন কুয়াশা ছিল-র কলাকুশলী

সেদিন কুয়াশা ছিল-র কলাকুশলী

ছবিতে অভিনয় করছেন লিলি চক্রবর্তী, জিতু কমল।এছাড়াও অভিনয় করছেন পরাণ বন্দ্যোপাধ্যায় এবং শিশুশিল্পী পৃথা বন্দ্যোপাধ্যায়। বাস্তবের দাদু ও নাতনিকে দেখা যাবে রিলের দাদুনাতনির ভূমিকায়। শিশুশিল্পী পৃথা বন্দ্যোপাধ্যায় বাস্তবে পরাণ বন্দ্যোপাধ্যায়ের নাতনি।

এই গল্পে ক্যামেরা দায়িত্ব সামলেছেন শুভজিৎ নস্কর

এই গল্পে ক্যামেরা দায়িত্ব সামলেছেন শুভজিৎ নস্কর

সম্পাদনার দায়িত্ব সামলেছেন অনির্বাণ মাইতি প্রযোজনা করছে টলিউডের নামকরা প্রযোজনা সংস্থা স্যান্ড আর্ক মিডিয়া, যার কর্ণধার সুপ্রিয় সামন্ত সায়ন্তন ঘোষাল বৈশালী প্রসাদ সুরকার রনজয় ভট্টাচার্য। এছাড়া রনজয় ভট্টাচার্য সমগ্র ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বও সামলাচ্ছেন। এটি পরিচালক অর্ণব মিদ্যার দ্বিতীয় ছবি হতে চলেছে।

সেদিন কুয়াশা ছিল-র গল্প

সেদিন কুয়াশা ছিল-র গল্প

প্রতিদিনের জীবনে কিছু ভালো ঘটনাও ঘটে আবার কিছু খারাপ ঘটনাও ঘটে থাকে। এর মধ্যে বেশ কিছু ঘটনা অনেকের মনেই দাগ কেটে যায়। আবার এমন ঘটনা ঘটে চারপাশে যার কোনও ব্যাখ্যা পাওয়া যায় না। এই ধরনের তিনটি ঘটনা নিয়ে গড়ে উঠেছে সেদিন কুয়াশা ছিল ছবির গল্প। সেদিন কুয়াশা ছিল ছবিটি তিনটে ভিন্ন গল্প নিয়ে তৈরি। যার মধ্যে প্রথম গল্পের শ্যুট হয়েছে। বাকি দুটো গল্পের শ্যুটিং চলছে বলেও জানিয়েছেন পরিচালক।

ভাঙা পায়ে প্লাস্টার, হুইল চেয়ারে বসে শিল্পা, যন্ত্রণা সত্ত্বেও মুখে হাসি লেগে রয়েছে তাঁরভাঙা পায়ে প্লাস্টার, হুইল চেয়ারে বসে শিল্পা, যন্ত্রণা সত্ত্বেও মুখে হাসি লেগে রয়েছে তাঁর

English summary
the first look of the upcoming bengali film sedin kuasha chilo
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X