দেশ লড়ছে করোনা সহ অন্য বিপদের সঙ্গে, স্বরাষ্ট্র মন্ত্রক ব্যস্ত অন্য কাজে, টুইট জাভেদ আখতারের
সমসাময়িক বিষয়ের ওপর সবসময়ই নিজের বক্তব্যকে সামনে রাখতে পছন্দ করেন বলিউডের গীতিকার জাভেদ আখতার। যে কারণে তিনি বেশিরভাগ সময়ই বিতর্কে থাকেন। সপ্তাহের প্রথম দিনেই তিনি টুইটের মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে কটাক্ষ করলেন।

সোমবার জাভেদ আখতার টুইট করে অমিত শাহকে কটাক্ষ করে লেখেন, 'দেশ যখন করোনার সঙ্গে সংগ্রাম করছে ও অন্যদিকে পরিযায়ী শ্রমিকদের সমস্যা, বেকারত্ব ও ক্ষুধা নিয়েও দেশে কম হতাশা নেই। কিন্তু আমাদের স্বরাষ্ট্র মন্ত্রক ব্যস্ত রয়েছেন সিএএ–তে প্রতিবাদকারীদের গ্রেফতার করতে এবং তা প্রায় নিয়মিত। তাদের অগ্রাধিকারগুলি ভারতের অন্যান্য অংশ থেকে পৃথক।’
জাভেদের এই টুইটে প্রচুর জন তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। কিছুদিন আগেই তিনি অনুষ্কা শর্মা প্রযোজিত পাতাল লোক ওয়েব সিরিজ নিয়েও টুইট করেন এবং এটি সকলকে দেখার জন্য অনুরোধ করেন। ঘূর্ণিঝড় আম্ফানের জন্য পশ্চিমবঙ্গ ও ওড়িশাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য দুই সরকারকেই তিনি সমবেদনা জানিয়েছেন। এর আগেও জাভেদ আখতারকে সরকার বিরোধী পোস্ট করতে দেখা গিয়েছে।

আম্ফানের পথ ধরেই ধেয়ে এল মস্ত এক ঘূর্ণিপাক, মাত্র ২০ মিনিটেই লন্ডভন্ড এলাকা