For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেরলে বন্যাত্রাণে অসামান্য দৃষ্টান্ত স্থাপন সুশান্ত-বিজয়ের, সাহায্যে এগিয়ে এলেন এই বলি-তারকারা

বন্যা বিধ্বস্ত কেরল ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টায় রয়েছে। আর এই উদ্যোগে কেরলের পাশে গোটা দেশ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে ত্রাণ, আসছে বিভিন্ন রকমের সাহায্য।

  • |
Google Oneindia Bengali News

বন্যা বিধ্বস্ত কেরল ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টায় রয়েছে। আর এই উদ্যোগে কেরলের পাশে গোটা দেশ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে ত্রাণ, আসছে বিভিন্ন রকমের সাহায্য। জলবন্দি পরিস্থিতি থকে সেখানের মানুষকে উদ্ধারের জন্য অবিশ্রান্ত লড়াই চালাচ্ছে ভারতীয় সেনা। এদিকে, কেরলকে সাহায্যের জন্য এগিয়ে এসেছেন বহু তারকা। দক্ষিণী তারকা থালাপথি বিজয় থেকে বলিউড তারকা সুসান্ত সিং রাজপুত, শাহরুখ খান, রণবীর কাপুররা এগিয়ে এসেছেন দুর্গতদের সাহায্যে।

[আরও পড়ুন:কেরলের স্বপ্নসুন্দর 'হানিমুন ডেস্টিনেশন' মুন্নারের পরিস্থিতি এখন কেমন! দেখুন ভিডিও][আরও পড়ুন:কেরলের স্বপ্নসুন্দর 'হানিমুন ডেস্টিনেশন' মুন্নারের পরিস্থিতি এখন কেমন! দেখুন ভিডিও]

থালাপথি বিজয়

দক্ষিণী অভিনেতা থালাপথি বিজয় কেরলের বন্যাদুর্গতদের জন্য় ৭০লক্ষ টাকা অনুদান দিয়েছেন। শুধুমাত্র টাকার অঙ্কে নয়, বিজয়ের বেঙ্গালুরুর ফ্যানক্লাব ত্রাণের সামগ্রী কেরলে পৌঁছে দিয়েছে। বন্যা দুর্গতদের সাহায্যে অভিনেতার এমন উদ্যোগ খবরের শিরোনাম কেড়েছে।

সুশান্ত সিং রাজপুত

সুশান্ত সিং রাজপুত

বলিউড তারকাদের মধ্য়ে কেরলের বন্যা ত্রাণে সাহায্য়ের অন্যতম নজির গড়লেন তারকা সুশান্ত সিং রাজপুত। এক ফ্যানের তরফে তিনি কেরলের বন্যাত্রাণে দান করেন ১ কোটি টাকা।

রণবীর কাপুর ও ঋষি কাপুর

রণবীর কাপুর ও ঋষি কাপুর

অভিনেতা রণবীর ও ঋষি কাপুরের তরফেও কেরলের বন্যা দুর্গতদের ত্রাণে পাঠানো হয়েছে অর্থ। সোশ্যাল মিডিয়ায় এই তথ্য জানিয়ে দেশবাসীকে কেরলের দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ঋষি কাপুর।

শাহরুখ সব অন্যান্য বলিউড তারকাদের ত্রাণ

শাহরুখ সব অন্যান্য বলিউড তারকাদের ত্রাণ

কেরলের বন্যা দুর্গতদের জন্য বলিউড স্টার শাহরুখ খান দান করেছেন ২১ লাখ টাকা। পাশাপাশি কেরলের বন্যা দুর্গতদের জন্য় সাহায্যে এগিয়ে আসেন, হৃতিক রোশান, অমিতাভ বচ্চন, অর্জুন কাপুর, এষা গুপ্তা সহবহু বলিউড তারকা।

English summary
Thalapathy Vijay and Sushant Singh rajput makes a mark in KERALA Flood relief
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X