তেলাঙ্গানায় গণধর্ষণে অভিযুক্তদের এনকাউন্টার এবার ফিল্মে! নামী পরিচালক শুরু করছেন স্ক্রিপ্টিং
এক তরুণী চিকিৎসককে সামসাবাদ হাইওয়েতে নারকীয়ভাবে গণধর্ষণের শিকার হয়তে হয়েছিল তেলাঙ্গানায়। ঘটনা কয়েক মাস আগের। যে ঘটনার জেরে গোটা দেশ একযোগে প্রতিবাদে মুখরিত হয়। অভিযুক্তরা ধরা পড়তেই দোষ কার্যত মেনে নেয়।

এরপর সামশাবাদ পুলিশে তাদের ঘটনায় নাটকীয় রূপান্তর দেখানোর জন্য গণধর্ষণের জায়গায় নিয়ে যেতেই দোষীরা পালানোর চেষ্টা করে। আর তখনই পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। সামসাবাদ পুলিশ স্টেশনের অন্যতম নাম আইপিএস সজ্জনার। যাঁর হাতে আগেও এনকাউন্টার হয়েছে। আর সেই সমস্ত বাস্তবিক পর্ব এবার আসছে ফিল্মের পর্দায়।
Hyderabad:Film director Ram Gopal Verma visits RGI Airport PS today to gather info for his film project based on Hyderabad veterinarian rape&murder case.He says,"Came here to meet Shamshabad ACP to gather info&research on the incident,will help me in scripting the film properly". pic.twitter.com/8rj623bZHq
— ANI (@ANI) February 17, 2020
তেলাঙ্গানা গণধর্ষণ ও তাকে নিয়ে যে ফিল্ম বানানো হচ্ছে,তা পরিচলনা করছেন রাম গোপাল বর্মা। ফিল্মের স্ক্রিপ্ট লেখার জন্য ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন সামসাবাদ পুলিশ স্টেশনে। আর সেখান থেকে প্রয়োজনীয় নথি তিনি জোগাড় করে নিজের ফিল্মের স্ক্রিপ্টে মন দিচ্ছেন আপাতত।