For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রেন লেট হলে জরিমানা দেবে রেল, নয়া নিয়ম তেজস এক্সপ্রেসে

ভারতীয় রেলের ইতিহাসে বোধ হয় এবারই প্রথম চালু হতে চলেছে এই নিয়ম। তেজস এক্সপ্রেস লেট করলেই জরিমানা দেবে রেল। এমনই নিয়ম চালু হতে চলেছে। নিয়মানুবর্তিতা নিয়ে যে ভারতীয় রেলের একটু বেশিই সুনাম রয়েছে সেটা আর

Google Oneindia Bengali News

ভারতীয় রেলের ইতিহাসে বোধ হয় এবারই প্রথম চালু হতে চলেছে এই নিয়ম। তেজস এক্সপ্রেস লেট করলেই জরিমানা দেবে রেল। এমনই নিয়ম চালু হতে চলেছে। নিয়মানুবর্তিতা নিয়ে যে ভারতীয় রেলের একটু বেশিই সুনাম রয়েছে সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তারপরে আবার এই নয়া নিয়ম জারি হলে কী হবে সেটা আন্দাজ করা খুব একটা কষ্টকর নয়। তবে এই বদনাম ঘোচাতেই ভারতীয় রেলের এই উদ্যোগ বলে জানানো হয়েছে।

ট্রেন লেট হলে জরিমানা দেবে রেল, নয়া নিয়ম তেজস এক্সপ্রেসে

নতুন নির্দেশিকায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক ঘণ্টা বেশি তেজস এক্সপ্রেস দেরি করলে ১০০ টাকা জরিমানা েদবে রেল। এবং সেই দেরির সময় যদি ২ ঘণ্টা বা তার বেশি হয় তাহলে ২৫০ টাকা জরিমানা দেওয়া হবে। এবং তেজস এক্সপ্রেসের প্রত্যেক যাত্রীকেই এই টাকা দেওয়া হবে বলে রেলের তরফে জানানো হয়েছে। মোদী সরকার ক্ষমতায় আসার পর রাজধানী-শতাব্দীর সঙ্গে পাল্লা দিতে এই তেজস এক্সপ্রেসের সূচণা করেন। এলিট ক্যাটাগোরির এই ট্রেন নিয়ে একটু বেশিই সংবেদনশীল মোদী সরকার। রেল সম্পর্কে জনমানসে ধারনা বদলাতেই এই িসদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
শুধু তাই নয় তেজস এক্সপ্রেসের যাত্রীদের জন্য ২৫ লাখ টাকার ভ্রমণ বিমা করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে েবসরকারি করণ করা হবে তেজন এক্সপ্রেসের। এবং তার জন্য বরাত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

English summary
Tejas Express will give compensation to the passengers in case the train gets delayed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X