
উৎসবের মধ্যেই মুক্তি পেল ‘কাকাবাবু প্রত্যাবর্তন’–এর টিজার
লকডাউনের আগে দক্ষিণ আফ্রিকায় শুটিং সেরে ফিরে এসেছিলেন পরিচালক সুজিত মুখার্জি ও তাঁর টিম। কিন্তু করোনা সংক্রমণের কারণে সব কিছু স্তব্ধ হয়ে যায়। ফলে 'কাকাবাবুর প্রত্যাবর্তন’ কার্যত থেমে যায়। তবে আনলক পর্যায়ে ধরে ধীরে সব স্বাভাবিক হওয়ার পথে আর তাই কাকাবাবু ছবির অন্যান্য কাজও চটজলদি সেরে নেন পরিচালক। রবিবার সকালেই মুক্তি পেয়েছে 'কাকাবাবু প্রত্যাবর্তন’ ছবির টিজার।

গভীর জঙ্গলে এবার রহস্যভেদ করতে যাবেন কাকাবাবু। ১ মিনিট ১৭ সেকেন্ডের এই টিজারে দেখা গিয়েছে, আফ্রিকার গভীর বন, বন্য পশু ও কাকাবাবু–সন্তু জুটির মিলিত অ্যাডভেঞ্চার। টিজারের ফাঁকে ফাঁকে রয়েছে 'মিশর রহস্য’ ও 'ইয়েতি অভিযান’–এর কিছু পুরনো স্মৃতি। সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের এই উপনাস জঙ্গলের মধ্যে এক হোটেলকে নিযে তৈরি হয়েছে। গোটা শুটিং হয়েছে কেনিয়াতে।
সন্তুকে নিয়ে সেখানে বেড়াতে গিয়েই রহস্যের মধ্যে জড়িয়ে পড়েন কাকাবাবু। বড়দিনে মুক্তি পাচ্ছে এই ছবি। ২০১৩ ও ২০১৭ সালে কাকাবাবু সিরিজের দু’টি ছবি মুক্তি পায়। এ বছর তৃতীয় ছবি মুক্তি পাচ্ছে। জানা গিয়েছে, এই ছবিটি সৃজিত মুখার্জি তাঁর মেয়ে আয়রাকে উপহার দিতে চান। ছবিটির প্রযোজনার দায়িত্বে শ্রীভেঙ্কটেশ ফিল্ম।
