তাপস পালের স্মৃতিচারণায় নন্দিনী! তারকার বিয়ের অ্যালবামের ছবি প্রকাশ স্ত্রীয়ের
কখনও সঙ্গে হোলি খেলার সময়ের ছবি, কখনও বা বিয়ের ছবি। আবার কখনও পুরনো অ্যালবাম ঘেঁটে তাপস পালের স্কুল জীবনের ছবি প্রকাশ্যে তুলে ধরছেন। এভাবেই প্রয়াত অভিনেতা তাপস পালের স্ত্রী নন্দিনী মুখোপাধ্যায় স্বামীর স্মৃতি চারণা করে চলেছেন। একনজরে দেখে নেওয়া যাক, তারকার বিয়ের অজানা কিছু ছবি প্রকাশ্যে আসতে শুরু হবে।
তাপস পালের বিয়ের ছবি
তাপস পাল বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়। বিয়ের ছবিতে দেখা যায়, সেই চেনা হাসিতে তাপস পাল । আর নন্দিনী রয়েছেন বাংলার চেনা কণের বেশে লাজুক মুখে।
নন্দিনী-তাপসের পুরনো ছবি
বিয়ের পর নন্দিনীকে সঙ্গে নিয়ে তাপস পালের বহু পুরনো ছবি প্রকাশ্যে আসতে শুরু করে। একটি ছবিতে দেখা যায় নন্দিনীকে জড়িয়ে রয়েছেন তাপস।
তাপস পালের স্কুল জীবনের ছবি
তাপস পালের স্কুল জীবনের ছবিও পোস্ট করেছেন নন্দিনী। তিনি এই ছবি পোস্ট করতেই একাধিক লাইক , ইমোজি পড়তে থাকে সেই ছবিতে। বোঝাই যায়, যে স্বামীর প্রয়াণে নন্দিনী কতটা ভেঙে পড়েছেন।
দোলের ছবি
এদিন দোল উপলক্ষ্যে নন্দিনী পুরনো দিনের ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায় তাপস পাল নন্দিনীকে আবিরের রঙে সাজিয়ে দিচ্ছেন।