ভয় পাওয়ানোর কৌশল, ‘ছপক’ বয়কট নিয়ে দীপিকার পাশে বরুণ
জেএনইউ আক্রান্তদের পাশে দাঁড়িয়েছিলেন দীপিকা পাড়ুকোন। সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছিলেন মুখ ঢাকা দুষ্কৃতিদের হামলায় আহত পড়ুয়াদের দিকে। আর তাতেই বিজেপির চোখের বালি হয়ে উঠেছেন দীপিকা। তাঁর ছবি 'ছপক’–কে বয়কট করার ডাক দিয়েছে অনেকে। কিন্তু এই পরিস্থিতিতে সহকর্মীর পাশে এসে দাঁড়ালেন অভিনেতা বরুণ ধাওয়ান।

বয়কট শব্দ নিয়ে বরুণের আপত্তি
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাতকার দিতে গিয়ে বরুণ বলেন, ‘শাহরুখ খানের সঙ্গে যখন আমি দিলওয়ালে ছবিটি করি তখনও এই বয়কট শব্দটি শুনেছি, পদ্মাবতের সময়ও বয়কট কথাটা শোনা গিয়েছে। এই শব্দটা শুধুমাত্র ভয় দেখানোর কৌশল।' বরুণ ধাওয়ান জানান, ক্ষমতাশীল ব্যবসায়ীদের প্রকাশ্যে তাদের মতামত ব্যক্ত করার জন্য এই কৌশল প্রয়োগ করা হোক। তিনি আরও বলেন, ‘আমরা যেহেতু সরাসরি দর্শকদের কাছে পৌঁছাতে পারি তার জন্য আমাদের ওপরই এ ধরনের শব্দ প্রয়োগ করা হয়। এটা শুধু আমাদের সঙ্গেই হয়, দ্বিতীয় কোনও পেশার লোকেদের সঙ্গে এটা হয় না।'

জেএনইউ নিয়ে বরুণের মন্তব্য
জেএনইউ হামলা নিয়ে বলিউডের শীর্ষ অভিনেতাদের মধ্যে বরুণ ধাওয়ানও একজন, যিনি এ বিষয়ে মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমার মনে হয় আমাদের এখন এ বিষয়ে নিরপেক্ষ থাকা উচিত নয়। এ ধরনের হামলা নিয়ে সমালোচনা হওয়া উচিত। এটা খুবই বিপদজ্জনক ও দুঃখের যে মুখ ঢাকা দুষ্কৃতীরা শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে এ ধরনের হামলা চালাচ্ছে।'

বরুণের ছবি
বরুণ ধাওয়ানকে দেখা যাবে তাঁর পরবর্তী ছবি ‘স্ট্রিট ডান্সার থ্রিডি'-তে। এটি পরিচালক তথা কোরিওগ্রাফার রেমোর এবিসিডি-এর তৃতীয় সিক্যুয়েল। আগের ছবিগুলির মতোই এ ছবিটিও পুরোপুরি নাচের ওপর। ছবিতে বরুণ ছাড়াও দেখা যাবে শ্রদ্ধা কাপুর, নোরা ফাতেহি সহ ডান্স ইন্ডিয়া ডান্সের কলাকুশলীদের। এ ছবির প্রচার নিয়ে ব্যস্ত বরুণ সহ অন্যান্যরা।
'কভি ইদ , কভি দিওয়ালি'-র চমক দিতে তৈরি হচ্ছেন 'সুলতান' সলমান